মায়েদের মুখে হাসি ফোঁটালেন স্বেচ্ছাসেবী সংগঠন "সুহৃদ"

Voluntary organization "Suhrid" puts a smile on mother's face

মায়েদের মুখে হাসি ফোঁটালেন স্বেচ্ছাসেবী সংগঠন
মায়েদের মুখে হাসি ফোঁটালেন স্বেচ্ছাসেবী সংগঠন
মায়েদের মুখে হাসি ফোঁটালেন স্বেচ্ছাসেবী সংগঠন

আব্দুর রাজ্জাক নাসিম,বিশেষ প্রতিনিধিঃ

সেই জাতী উন্নয়নের  শিখড়ে পৌঁছাতে পারে যেই জাতীর যুবকেরা স্বেচ্ছাশ্রমে জনসেবকের দায়িত্ব পালন করে। এমনই একদল স্বেচ্ছাসেবক  যুবকের সন্ধান মিলেছে বগুড়ার সীমাবাড়িতে। যারা বিভিন্ন সময় সমাজের নিগৃহীত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে  নিঃস্বার্থভাবে সেবা করে যাচ্ছে। সম্প্রতি, অক্টোবর ২২,২০২০ইং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী বাজার ও পাশ্ববর্তী কয়েকটি গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৫ জন মায়ের হাতে নতুন শাড়ী কাপড় তুলে দিয়ে সেই যুবকেরা। 

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন "সুহৃদ"। সেইসব যুবকদেরই সংগঠন।তাদেরই আয়োজনে ও সুহৃদ শুভাকাঙ্ক্ষীদের  সহযোগিতায় ক্রয়কৃত শাড়ীকাপড় গুলো "সুহৃদ" এর স্বেচ্ছাসেবী দল দরিদ্র, অসহায় মায়েদের নিজ নিজ গৃহে গিয়ে অতি আদবের সহিত হাতে হাতে তুলে দেয়। "সুহৃদ" সংগঠন দুর্যোগ, উৎসব ইত্যাদিতে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ধারাবাহিক ভাবে বিভিন্ন সুবিধা  দিয়ে আসছে সুদীর্ঘ সময় ধরে। সমাজের হতদরিদ্র সেবায় এমন সুহৃদরা ছড়িয়ে পড়ুক বিশ্বময় এমন কামনাই সুধীজনদের।

ক্রাইম ডায়রি //জেলা