ভ্যানকুভারের চীনা কনস্যুলেটের সামনের বিক্ষোভ থেকে দুইজন কানাডিয়ান কে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা
আন্তর্জাতিক ডেস্কঃ
শনিবার ভ্যানকুভারের চীনা কনস্যুলেটে প্রায় অর্ধশত বিক্ষোভকারীরা দুই আটক কানাডিয়ানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল। যখন হুয়াওয়ের নির্বাহী মেং ওয়াঞ্জহোর বিষয়ে কূটনীতিক স্থবিরতা স্পষ্ট হয়ে ওঠে।
মাইকেল স্প্যাভোর এবং মাইকেল কোভ্রিগ এই দুই কানাডিয়ান যারা একবছরেরও বেশি সময় চিনে বন্দি হয়ে আছে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ফ্রেন্ডস অফ কানাডা ইন্ডিয়ার
ম্যানিন্দর সিং গিল।
গিল বলেন, নিরাপরাধ কানাডিয়ানদের মুক্তির জন্য আন্দোলনে শামিল হওয়া কানাডার মূল্যবোধকে সমর্থন করার ব্যাপার ।
তিনি আরো বলেন, চীন বিশ্বব্যাপী সবাইকে হুমকি দিচ্ছে । তাই আমরা চিনা কনসুলেটের সামনে দাড়িয়ে তাদের শক্ত প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি ।
গিল উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাবলীর কারনে
ফ্রেন্ডস অফ কানাডা ইন্ডিয়া কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। কেননা ভারতের সীমান্তে চিন মারাত্মক সংঘর্ষ চালাচ্ছে এবং হংকংয়ের বিষয়ে চিনের সুরক্ষা আইন মারাত্মক অসামঞ্জস্য করে তুলেছে৷
এখন হংকংয়ে প্রতিদিন মানুষ গণতন্ত্র বাঁচাতে চিনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে।
মেনগ ওয়াঞ্জহোর মামলায় ৫৫০ দিনেরও বেশি সময় ধরে রাখা দু'জন মাইকেলকে মুক্তি দিয়েছিল
চিন গত মাসে। এই জুটি বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা চুরি করার অভিযোগ করেছে চীন এবং জুনে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ করা হয়েছিল।
হুয়াওয়ের এবং ইরানের বিরুদ্ধে আমেরিকান নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘন করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য প্রত্যর্পণের মুখোমুখি করার কারনে ভেনকুভারে মেনগকে গৃহবন্দী করা হচ্ছে।


crimediarybd1








