রাজশাহীতে ভয় দেখিয়ে অর্থ লুঠ : যুবক গ্রেফতার

অনলাইন পোর্টালের কিছু সাংবাদিকদের অতিরিক্ত লোভী মনোভাবের কারনে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজশাহীর সাধারন নিরীহ ব্যবসায়ীরা।

রাজশাহীতে ভয় দেখিয়ে  অর্থ লুঠ : যুবক গ্রেফতার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

একটি কথিত অনলাইন পোর্টালের কিছু সাংবাদিক তারিকের নেতৃত্বে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কৃষক ও গুড় ব্যবসায়ী জনৈক ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়।

রাজশাহী সংবাদদাতাঃ 

অনলাইন পোর্টালের কিছু সাংবাদিকদের অতিরিক্ত লোভী মনোভাবের কারনে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজশাহীর সাধারন নিরীহ ব্যবসায়ীরা। সম্প্রতি  রাজশাহীর চারঘাট থানায় আইন প্রয়োগকারী সংস্থার  পরিচয় দিয়ে নিরীহ এক গুড় ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ায় তারিক নামে এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব-৫-এর সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুল আলম।  তিনি ক্রাইম ডায়রিকে জানান, গত বুধবার রাতে একটি কথিত অনলাইন পোর্টালের কিছু সাংবাদিক তারিকের নেতৃত্বে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কৃষক ও গুড় ব্যবসায়ী জনৈক ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়। তারা নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য বলে পরিচয় দেয়। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেয়। এতে গুড় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্য ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। 

একপর্যায়ে মামলা ও আটকের হাত থেকে রক্ষা পেতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত তারিকসহ তার সহযোগীরা। পরে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে দুই লাখ টাকা চাঁদা দিতে রাজি হলে গুড় ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে দুই লাখ টাকা নিয়ে চম্পট দেয় তারিকসহ তার সহযোগীরা।  পরে তাদের পরিচয় জানতে পেরে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বাদী হয়ে বুধবার রাতেই সাংবাদিক তারিককে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। 

মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫ এর সদস্যরা তারিককে মেরামতপুর এলাকা থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।  

ক্রাইম ডায়রি/ক্রাইম