ষাটোর্ধ ও করোনা যোদ্ধাদের বুষ্টার ডোজ দেয়া হবে

Sixty and Corona fighters will be given a booster dose

ষাটোর্ধ ও করোনা যোদ্ধাদের বুষ্টার ডোজ দেয়া হবে

ক্রাইম ডায়রি ডেস্কঃ

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি করোনা ভাইরাসের  নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে। 

Sixty and Corona fighters will be given a booster dose

 যে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তারা হলেন— ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার অর্থাৎ যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন। ডিসেম্বর ১৩,২০২১ইং  সোমবার পরামর্শক কমিটির ৪৯তম সভায় এই পরামর্শ দেওয়া হয়েছে।  সোমবার কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরামর্শক কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিডের টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে জাতীয় কমিটির কাছে মতামত চেয়েছিলেন। সে অনুযায়ী কমিটি বৈঠক করে তাদের সুপারিশ জানিয়ে দিয়েছে।

‘কোভিডের নিয়মিত টিকাদান কার্যক্রমের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার, যাদের দুই ডোজ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিডের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।’

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

ক্রাইম ডায়রি // স্বাস্থ্য