ঝালকাঠিতে জর্দ্দা কারখানা থেকে ৩ হাজার পিছ ইয়াবা উদ্ধার, আটক -১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল ও ঝালকাঠি শাখার যৌথ অভিযানে ৩ হাজার ৯শত পিছ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়।

ঝালকাঠিতে জর্দ্দা  কারখানা থেকে ৩ হাজার পিছ ইয়াবা উদ্ধার, আটক -১
ছবি-ক্রাইম ডায়রি

 ইমাম বিমান, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে জেলা শহরের আদি শাহী ৯৯ জর্দা কোম্পানির কারখানা থেকে ৩ হাজার ৯০০পিছ ইয়াবা উদ্ধার পূর্বক একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল ও ঝালকাঠি শাখার যৌথ অভিযানে ৩ হাজার ৯শত পিছ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়। একই সাথে আদি শাহী ৯৯ জর্দা কোম্পানির কারখানার মধ্য থেকে বরিশাল গৌরনদীর জালাল মাতবরের ছেলে বেলায়েত মাতবরকে আটক করা হয়।

এ বিষয় বরিশালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন ক্রাইম ডায়রিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বরিশালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় বরিশাল থেকে রাশেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বরিশালে আটকৃত মাদক ব্যবসায়ী রাশেদের দেয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠিতে আসি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠি শাখার সমন্বয়ে ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ অফিসের একটু উত্তর পাশে আদি শাহী ৯৯ জর্দা কোম্পানির কারখানার ভিতরে আমরা অভিযান পরিচালনা চালিয়ে বেলায়েতকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ক্রাইম ডায়রি/ক্রাইম