আইপি টিভি কিংবা ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করতে পারবেনা

Neither IP TV nor YouTube channels can broadcast news

আইপি টিভি কিংবা ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করতে পারবেনা

শরীফা আক্তার স্বর্নাঃ

ইদানিং কালে বেশকিছু  ইউটিউব চ্যানেল যাচ্ছেতাই সংবাদ পরিবেশন করে জনগনের দৃষ্টি আকর্ষণ  করতে সক্ষম হয়েছে। কিন্তু, নিয়মে ইউটিউব চ্যানেল সংবাদ প্রচারের কোন বিধান নেই। এ বিষয়ে দেশের সফল ও জনবান্ধব তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশের ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো শুধুমাত্র বিনোদন চ্যানেল হিসেবে কাজ করতে পারবে, কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না। অক্টোবর  ১৫,২০২০ইং বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে `বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)' আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, `আইপি টিভিগুলো অন্য সবকিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়মিত আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। আমরা ইউটিউব চ্যানেল বা আইপি টিভি যেগুলো আছে সেগুলোকেও নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর সেগুলোর নিবন্ধনের কাজ শুরু করব,' বলেন তিনি। এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, `ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। আইপি টিভিগুলোও সংবাদ পরিবেশনের কাজটি আপাতত করতে পারবে না বলে তিনি জানান।

ক্রাইম  ডায়রি // জাতীয়