facebook.com.bd নামে দেশীয় ডোমেইন খোলায় বাংলাদেশীর বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের মামলা

Facebook authorities file a case against a Bangladeshi for opening a local domain called facebook.com.bd

facebook.com.bd নামে দেশীয় ডোমেইন খোলায় বাংলাদেশীর বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের মামলা

অনলাইন ডেস্কঃ

কিছুদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেল facebook.com.bd নামে কোন ডোমেইন আইডি দিয়ে একাউন্ট খোলা যাবেনা। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় facebook.com.bd নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। এস কে শামসুল আলম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ফেসবুক। রোববার তার বিরুদ্ধে ফেসবুকের পক্ষে নিয়োগকৃত আইনজীবী এস এম আরিফুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজধারি আইনের ১৫১ ধারায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করেন। একইসঙ্গে মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১ ডিসেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

কিছুদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেল facebook.com.bd নামে কোন ডোমেইন আইডি দিয়ে একাউন্ট খোলা যাবেনা। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় facebook.com.bd নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।

মামলার সূত্রে জানা যায়,  ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন। এর আগে ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান ফেসবুক কর্তৃপক্ষ।

ক্রাইম ডায়রি// সুত্র: পার্সটুডে // আন্তর্জাতিক