ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকিঃ হুমকিদাতা গ্রেফতার

Threats to PM on Facebook: Threaten arrested

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকিঃ হুমকিদাতা গ্রেফতার

বঙ্গকন্যা শেখ হাসিনা দেশের মানুষের তরে নিজেকে বিলিয়ে দিয়েছেন। নিজ সুখ কিংবা নিজ জীবনের মায়া না করে রাজনীতিতে সক্রিয় থেকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে সময় অতিবাহিত করছেন। দেশ আজ সমৃদ্ধির অগ্রযাত্রায়। এমন সময় একদল কুচক্রী তাকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ সুশীল সমাজের।

 গোপালগঞ্জ সংবাদদাতাঃ

বঙ্গকন্যা শেখ হাসিনা দেশের মানুষের তরে নিজেকে বিলিয়ে দিয়েছেন। নিজ সুখ কিংবা নিজ জীবনের মায়া না করে রাজনীতিতে সক্রিয় থেকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে সময় অতিবাহিত করছেন। দেশ আজ সমৃদ্ধির অগ্রযাত্রায়। এমন সময় একদল কুচক্রী তাকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ সুশীল সমাজের।

বঙ্গবন্ধুর নিজবাড়ি গোপালগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করার হুমকি দিয়েছে ফয়সাল আহম্মেদ মীনা (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র । পরে  তাকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়সাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারের আলমগীর মীনার ছেলে।

ফেসবুকে ফয়সাল নিজেকে জেএমবি, আনসার আল ইসলাম, হিজবুত তাওহীদ ও হরকাতুল জিহাদের সদস্য দাবি করেছেন। তার পরিবার বিএনপি-জামায়াত করে বলেও তিনি স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় বুধবার সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ রানা গোপালগঞ্জ থানায় ফয়সালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তিনি বলেন, আমি তার ফেসবুক আইডি ঘেঁটে দেখি, তিনি গত ১৬ জুন একটি স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার ইচ্ছা পোষণ করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সব আলামত জব্দ করে অভিযুক্তকে বুধবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীর বাবা আলমগীর মীনা সাংবাদিকদের বলেন, ফয়সাল ২০১৪ সাল থেকে মানসিক রোগে আক্রান্ত। তাকে ঢাকায় চিকিৎসা করিয়েছি। সে ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিয়েছে তা  আমাদের জানা নেই। এখন আমরা পুরো পরিবার  বিপদে  পড়েছি।

ক্রাইম ডায়রি/ আইন শৃঙ্খলা