প্রশ্নফাঁস চক্রঃ ভাইস চেয়ারম্যান, সিজিএ কর্মকর্তা সহ আটক ১০

দেশের তরুণ মেধাবী প্রজন্মের একটি অংশ বরাবরই বেকারত্বের যাঁতাকলে নিস্পেষিত। এই নির্মমতার জন্য দায়ী প্রশ্নফাঁসকারী সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে চরম শাস্তির আওতায় আনা তাই এখন সময়ের দাবী।

প্রশ্নফাঁস চক্রঃ ভাইস চেয়ারম্যান, সিজিএ কর্মকর্তা সহ আটক ১০

 এদের মধ্যে মাহমুদুল হাসান আজাদ সিজিএ অফিসের কর্মকর্তা এবং মাহবুবা নাসরীন রুপা বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান

জাকির হোসেন রনিঃ

এত ধরপাকড় এবং শাস্তির পরও যেন থামানো যাচ্ছে না প্রশ্নফাঁসকারী সিন্ডিকেটের দৌড়াত্ব্য। নৈতিক ভাবে ক্ষয়িত একদল হায়েনা সিন্ডিকেটের কবলে মেধাবী জনগোষ্ঠী।  এদেরকে শুধু ধরপাকড় কিংবা সাধারন শাস্তির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা তাই এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। 

জানুয়ারি ২১,২০২২ইং শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানুয়ারি ২২,২০২২ইং শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- নোমান সিদ্দিকী, মাহমুদুল হাসান আজাদ, আল আমিন রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, মাহবুবা নাসরীন রুপা, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান । এদের মধ্যে মাহমুদুল হাসান আজাদ সিজিএ অফিসের কর্মকর্তা এবং মাহবুবা নাসরীন রুপা বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান।

এসময় আটককৃতদের হেফাজত হতে ৬টি ইয়ার ডিভাইস, মাস্টার কার্ড, মোবাইল সিম, ব্যাংকের চেক ৫টি, নন জুডিশিয়াল স্ট্যাম্প ৭টি, স্মার্ট ফোন ১০টি, বাটন মোবাইল ৬টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র ৩ সেট জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কাকরাইলে অবস্থিত নিউ শাহিন হোটেল থেকে অসাধু উপায়ে অবলম্বনকারী দুজন পরীক্ষার্থীকে গ্রেফতার করেন।

তাদের দেওয়া তথ্যমতে কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ডিভাইস, প্রশ্নপত্র এবং উত্তর পত্রের খসড়াসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের অপর দল বিজি প্রেস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে পরিকল্পনাকারী মাহবুবা নাসরীন রুপাকে টাকা, ডিজিটাল ডিভাইসসহ গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে অপর আসামিদেরকে গ্রেফতার করা হয় বলে তিনি সাংবাদিকদের জানান। 

ক্রাইম ডায়রি ///// ক্রাইম