"জয় বাংলা" শ্লোগান দিতে ভুলে গিয়েছিলেন ইউএনও

ইউএনও বলেন "জয় বাংলা" শ্লোগান প্রজ্ঞাপনটি নতুন হওয়ায় তিনি বলতে ভুলে গিয়েছিলেন এবং তিনি ইচ্ছে করে এটা করেননি।

বক্তব্য শেষে জয় বাংলা না বলে বক্তব্য শেষ করায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতারা

বরিশাল সংবাদদাতাঃ

"জয় বাংলা" শ্লোগান দিতে ভুলে গিয়েছিলেন ইউএনও আর এতেই বাঁধে বিপত্তি।  স্থানীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা স্বাধীনতার মাসে সরকারী প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন কিনা এমনটি মনে করছেন ইউএনও কে নিয়ে।

ঘটনাটি ঘটেছে, বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের বিরুদ্ধে।  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মার্চ ১৭,২০২২ ইং  বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে "জয় বাংলা" না বলে বক্তব্য শেষ করায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীসহ কর্মকর্তারা।

অনুষ্ঠানে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ওসি, ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক তাদের বক্তব্য শেষে জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে একবারও জয় বাংলা উচ্চারণ করেননি এবং জয় বাংলা না বলেই বক্তব্য শেষ করে সভার সমাপ্তি করেন।

এতে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত নেতাদের মধ্যে।

এছাড়া অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথির স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামের পরে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর নাম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত অনেক কর্মকর্তারা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা নিজেদের নাম প্রকাশ না করার শর্ত দেন।

অভিযোগের বিষয়ে জানতে ফারিহা তানজিনের মোবাইল ফোনে জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে বলেন, জয় বাংলা স্লোগান নতুন প্রজ্ঞাপন হয়েছে, আমিও নতুন এসেছি এখানে। তাই ভুল হয়েছে।

ব্যানারে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর নাম বিশেষ অতিথির দ্বিতীয় স্থানে আসার ব্যাপারে বলেন, আমার ব্যানার দেখতে হবে। দেখে বলতে পারব কিভাবে হয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত সরকারি গেজেটে নির্দেশ দিয়ে বলা হয়, রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। প্রজ্ঞাপনের ‘খ’ নম্বরে বলা হয় ‘সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’স্লোগান উচ্চারণ করিবেন। 

 

তবে অনেকেই বলছেন, বিষয়টি অজান্তে হয়েছে। মানুষ অভ্যাসের দাস। অভ্যাস না থাকায় ভুল হয়েছে। ইউএনও ভুলে গিয়েছিলেন এবং  তিনি ভুল স্বীকার করে সরিও বলেছেন।

ক্রাইম ডায়রি/ জাতীয়