কমলাপুরে শিক্ষার্থীদের আন্দোলন অবশেষে শাহবাগে

রনি জানান, যেহেতু পুলিশ আমার সহপাঠীদের উপর চড়াও হয়েছে। আমিসহ তারা আহত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং বিচার বিভাগে এর বিচার চাওয়ার উদ্দেশ্য নিয়ে মূলত শাহবাগে অবস্থান নিয়েছি।

কমলাপুরে শিক্ষার্থীদের আন্দোলন অবশেষে শাহবাগে
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আরিফুল ইসলাম কাইয়্যুমঃ

কমলাপুর রেলষ্টেশনের নানা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন এখন শাহবাগে । আন্দোলনরত শিক্ষার্থী শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সেখানে অবস্থান নেন বলে জানান আন্দোলনের মূল নায়ক রনি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কমলাপুর ত্যাগ করে শাহবাগে অবস্থান নেন এই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি জানান, সন্ধ্যায় কমলাপুর রেল স্টেশনে তার প্রতিবাদকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা তার পাশে দাঁড়ায়। এ সময় পুলিশ তাদের আন্দোলন বন্ধ করে স্টেশন ত্যাগ করতে বলেন। তারা সরে না গেলে একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

Kamalapur student movement finally in Shahbagh

পুলিশের হামলায় রনিসহ কয়েকজন আহত হয় বলে জানান তিনি। পরে অবশ্য কিছুক্ষণ তারা সেখানে অবস্থান করেন। রনি আরো জানান, ‘যেহেতু পুলিশ আমার সহপাঠীদের উপর চড়াও হয়েছে। আমিসহ তারা আহত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং বিচার বিভাগে এর বিচার চাওয়ার উদ্দেশে মূলত এখানে (শাহবাগ) এসেছি।’

শাহবাগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে, তিনি কতক্ষণ অবস্থান করবেন সে বিষয়ে এখনো নিশ্চিত নয় বলে জানান। ঢাবির এ শিক্ষার্থী বলেন, ‘আমাদের ওপর যেহেতু হামলা হয়েছে। এখন আমি সারা দেশের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াতে বলবো। সকলের প্রতি আহ্বান থাকবে, সবাই যেন অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়। রনি জানায়, শাহবাগে আসার পর পুলিশ তাকে শাহবাগ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন ।

ক্রাইম ডায়রি// রাজধানী