রাজধানীতে ৪ হাজার চোরের তালিকা প্রস্তুত করেছে পুলিশ

রাজধানীতে ডাকাতি না হয়ে চুরির সংখ্যা বেড়ে গেছে। কারণ, ডাকাতির তুলনায় চুরিটা তুলনামূলক নিরাপদ মনে করছে অপরাধীরা।

রাজধানীতে ৪ হাজার চোরের তালিকা প্রস্তুত করেছে পুলিশ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

চুরি করে ধরা পড়লে দ্রুতই জামিন পেয়ে যায়। যাদের অল্প কিছু চুরি হয়, তারা থানা পর্যন্ত যান না, আইনের জটিলতায় তারা আসতে চান না।

আলাউদ্দিন সোহেলঃ

ইদানিংকালে চুরি বেড়ে যাওয়াই  অনুসন্ধানে নেমে রাজধানী ঢাকায় ৪ হাজার চোরের একটি তালিকা প্রস্তুত করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হাফিজ আকতার। ডিএমপির মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন ডাকাতির চেয়ে চুরি করাকে তারা নিরাপদ মনে করছে।” 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হাফিজ আকতার বলেন, “ইদানীং ডাকাতি না হয়ে চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে।কারণ, চুরিটা তুলনামূলক নিরাপদ মনে করছে তারা। চুরি করে ধরা পড়লে দ্রুতই জামিন পেয়ে যায়। যাদের অল্প কিছু চুরি হয়, তারা থানা পর্যন্ত যান না, আইনের জটিলতায় তারা আসতে চান না।” 

তিনি গণমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন ঘটনায় অনুসন্ধান করে ৪ হাজার চোরের একটি ‘ডেটাবেজ’ তৈরি করা হয়েছে।  তিনি বলেন, ‘ঢাকা মহানগরে ডাকাতি, খুনসহ অন্যান্য অপরাধ কখনো বাড়ে, কখনো কমে। মাসে দুই-তিনটির বেশি ডাকাতি ঢাকা শহরে হয় না, তবে ঢাকার বাহিরে এসব অপরাধ বেশি সংগঠিত হয়।  বেশি হয়।

ক্রাইম ডায়রি/রাজধানী