বিএনপির আন্দোলন আওয়ামীলীগ প্রতিহত করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

BNP movement will be countered by Awami League: Information and Broadcasting Minister

বিএনপির আন্দোলন আওয়ামীলীগ প্রতিহত করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ছবি- অনলাইন হতে সংগৃহীত (ছবিটি প্রতীকি ;অনুষ্ঠানের নয়)

আব্দুস সাত্তার, নাটোর জেলা প্রতিনিধিঃ

 তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর.মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি বিএনপি দেশে অপরাজনীতি এবং বিভ্রান্তিমূলক কথা বলে আন্দোলন করার চেষ্টা করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। কিন্তু যদি বিএনপি আগের মতো জ্বালাও পোড়াও আন্দোলন কর্মসূচিতে যায় তাহলে সরকারের দায়িত্ব রয়েছে জনগণের জান মালের নিরাপত্তা প্রদান করা। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আওয়ামীলীগ  রাজপথে থেকে তা অবশ্যই প্রতিহত করবে।

BNP movement will be countered by Awami League: Information and Broadcasting Minister

আগষ্ট ৩০, ২০২২ইং মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রে ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ডিজিটাল টেরিস্ট্রেরিয়াল সুবিধার জন্য নবনিমির্তি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপির সঙ্গে জামায়াতের বর্তমানে সম্পর্ক কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  মন্ত্রী মহোদয় বলেন,  বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে মনে হয়েছে বিএনপি জামায়াতের অবিচ্ছেদ্য অংশ। তারা একসঙ্গে থাকবে।

এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ, পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং বিটিভি উপকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রাইম ডায়রি// রাজনীতি