রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান

ফলাফল পাওয়ার পর রসিক মেয়র মোস্তফা বলেন, পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই জয়ের বিকল্প ছিল না।

রংপুর সিটি কর্পোরেশনের  মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান
ছবি- অনলাইন হতে সংগৃহীত

রংপুর সংবাদদাতাঃ

দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে এক লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান। আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৯ ভোট।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। 

এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিন প্রমুখ।

ফলাফল পাওয়ার পর রসিক মেয়র মোস্তফা বলেন, পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই জয়ের বিকল্প ছিল না।

উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।

ক্রাইম ডায়রি/নগর মহানগর