ব্যতিক্রমী অভিযানে বগুড়া বিএসটিআই: ব্যবসায়ীরা শিখলেন ও সতর্ক হলেন

মানবিক উদ্যোগ বগুড়া বিএসটিআইয়ের। এটাকে মহৎ কার্যক্রম বলা যায়। একাধিক ব্যবসায়ী ক্রাইম ডায়রিকে ফোন করে এ কার্যক্রমের প্রশংসা করেছেন। বগুড়া বিএসটিআইয়ের সার্ভিলেন্স টিম অভিযানে ব্যবসায়ীদের দূর্বলতা কাটিয়ে ওঠার জন্য সতর্ক ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক অভিযান পরিচালনা করেছেন। জরিমানা করার আগে লাইসেন্স আপডেট কিংবা নতুন করার সময় প্রদান করেছেন। এটা ব্যতিক্রমী মানবিক কার্যক্রম বলে প্রশংসা করছেন ব্যবসায়ীরা।

ব্যতিক্রমী অভিযানে বগুড়া বিএসটিআই: ব্যবসায়ীরা শিখলেন ও সতর্ক হলেন
ছবি-ক্রাইম ডায়রি
ব্যতিক্রমী অভিযানে বগুড়া বিএসটিআই: ব্যবসায়ীরা শিখলেন ও সতর্ক হলেন

বগুড়া অফিসের সহকারী পরিচালক (মেট) অনিমেষ দত্ত ও রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে বলেন, বগুড়া জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে

শরীফা আক্তার স্বর্ণাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের বগুড়া অফিস  জেলায় একটি সার্ভিলেন্স ও স্কোয়াড অভিযান পরিচালনা করে।  ওজন ও পরিমাপ যাচাই ও পণ্য মোড়কজাতকরণ এবং গুণগত মান যাচাই বিষয়ক এই অভিযানে বগুড়া সদরের শৈলারপাড়ায় জান্নাত বেকারি এর উৎপাদিত (পাউরুটি, বিস্কুট, কেক) পণ্যের বিএসটিআই'র(CM ও PCR) কোন ধরনের সনদ না থাকায় আগামী ৭দিনের মধ্যে সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় এবং ওজন যন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

পাশাপাশি মেসার্স লামিয়া বেকারিকে প্রতিষ্ঠানটির পাউরুটি ও কেক পণ্যের সিএম সনদ থাকলেও PCR সনদ না থাকায় তা গ্রহণের পরামর্শ প্রদান করা হয় । এছাড়াও মেসার্স রূপালী বেকারি এর (পাউরুটি বিস্কুট কেক )পণ্যের বিএসটিআই'র কোন ধরনের সনদ (CM ও PCR) না থাকায় আগামী ৭ দিনের মধ্যে সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। নতুবা আইনত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করা হয়। 

বিএসটিআই বগুড়া অফিস সূত্রে জানা গেছে, বগুড়া সদরের ফাঁপড় কোহিতকুল এলাকার নাসির ফুড প্রোডাক্ট, কহিতকুল, ফাপড়, সদর বগুড়া প্রতিষ্ঠানটি (পটেটো চিপস )পন্যের বিভিন্ন ব্রান্ডের নকল করায় উৎপাদন বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

এসময় বাঘোপাড়ার রফাত দই ঘর, ঠনঠনিয়ার আলহাজ্ব  দই ঘর এর পিসিআর সনদ গ্রহনের পরামর্শ দেয়া হয়। পাশাপাশি ভবেরবাজারের মেসার্স মোস্তফা ফিলিং স্টেশন, ছিলিমপুরের এস বি ফিলিং স্টেশনকে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর হালনাগাদ সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।​​​​​

উক্ত অভিযান পরিচালনা করেন  বিএসটিআই  বিভাগীয় অফিস রাজশাহী ( *সংযুক্তি বগুড়া)* এর  কর্মকর্তাগণ জনাব, মো: শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট.) এবং  জনাব মেসবাহ- উল হাসান, ফিল্ড অফিসার ( সিএম)। বগুড়া অফিসের সহকারী পরিচালক (মেট) অনিমেষ দত্ত ও রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রিকে বলেন, বগুড়া জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্রাইম ডায়রি // আদালত//বিএসটিআই