শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার পিস্তলের প্রাপক চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর্মচারী

শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার পিস্তলের প্রাপক চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর্মচারী
জুয়েল মাঝি, চট্টগ্রাম হতেঃ

সম্প্রতি বহুল আলোচিত পিস্তল উদ্ধার ঘটনায়  ইতালি থেকে বৈদেশিক ডাকে আসা দুটি পিস্তলের প্রাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মজুমদার কামরুল হাসান। তিনি চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর্মচারী। গতকাল সোমবার রাত ১১টায় হালিশহরে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গত রোববার ইতালি থেকে মজুমদার কামরুল হাসানের নামে বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে ৬০টি গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। চালানটি ইতালি থেকে পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশি রাজীব বড়ুয়া। চালানটিতে আরও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যেগুলো খেলনা পিস্তল।

The recipient of the pistol is an employee of Chittagong Tax Zone-1-Arrested from in-laws' house

এ ঘটনায় বন্দর থানায় সোমবার রাতে এই দুজনকে আসামি করে মামলা করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রাপকের ঠিকানা ছিল ডবলমুরিং থানা এলাকার সিজিএস কলোনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, মামলাটি আলোচিত হওয়ায় বন্দর থানার অনুরোধে সোমবার রাতে হালিশহর থানার আইব্লক খালপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে মজুমদার কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে আরো বিস্তারিত জানা যাবে।

ক্রাইম ডায়রি// মহানগর-ক্রাইম