আমরা আমাদের ভুমিতে আছি,কাউকে ভয় পাইনা--ইউক্রেনের প্রেসিডেন্ট

ক্ষমতা আর দম্ভের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের হুংকার পুরো বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে আবেগের সৃষ্টি করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে ক্ষমতার বড়াই দেখিয়ে আক্রমন করে দখল করা অমানবিক এবং নিন্দনীয়।

আমরা আমাদের ভুমিতে আছি,কাউকে ভয় পাইনা--ইউক্রেনের প্রেসিডেন্ট
ছবি-অনলাইন হতে সংগৃহীত
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর ঘন্টা কয়েক পরই ওই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চাপের মধ্যেই মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। 
প্রকৌশলী আয়াতুস সাইফ মুন, আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ আগ্রাসনের বিরুদ্ধে বজ্রদ্বীপ্ত হুংকার দিয়েছেন   ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমরা আমাদের নিজস্ব ভূমিতে আছি। আমরা কাউকে কোনো অবস্থাতেই ভয় পাই না। তিনি বলেন, ‘আমরা কারো কাছে ঋণী না এবং আমরা কাউকে কিছু দেব না।’ জেলেনস্কি বলেছেন, রুশ ফেডারেশনের পদক্ষেপ ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন। রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন, ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা বজায় থাকবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর ঘন্টা কয়েক পরই ওই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চাপের মধ্যেই মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। 

রাশিয়ার এ কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণাটি ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিনা প্ররোচনায় লঙ্ঘন’ এবং এ ঘটনায় ইউক্রেনের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাককেও সমর্থন করেছে দেশটি।

ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে। পুরো বিশ্ব জুড়ে চলছে নিন্দার ঝড়। ক্ষমতা থাকলেই ক্ষমতার দম্ভ ও অপব্যবহারের বড় নজীর  স্থাপন করলো রাশিয়া বলে মন্তব্য চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।

ক্রাইম ডায়রি/আন্তর্জাতিক/সূত্র : আলজাজিরা