দুদকের জালে ঘুষের টাকা সহ অডিটর আটক

Auditor arrested with bribe money in ACC net

দুদকের জালে ঘুষের টাকা সহ অডিটর আটক

মঞ্জুর মোর্শেদ, পরিচালক দুদক খুলনা বিভাগ তার দক্ষ নেতৃত্বে ও অভিজ্ঞ পরিচালনায় এবং তার পরামর্শে উপপরিচালক নাজমুলবহাসানপর নেতৃত্বে  একটি টিম ফাঁদ পেতে তাকে আটক করতে সক্ষম হয়েছে। 

শরীফা আক্তার স্বর্নাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ও সরকারি অফিসে ঘুষ দূর্নীতির অপব্যবহার রোধে খুলনায় ডুমুরিয়ায় অভিযান পরিচালনা করে দুদকের একটি চৌকস টিম। দুদক সুত্রে জানা গেছে,  ভিকটিমের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারর্পূবক ঘুষ দাবী ও উক্ত ঘুষের টাকা গ্রহণকালে দুর্নীতি দমন কমিশনের একটি ট্রাপ টিম মার্চ ১৮,২০২১ইং বৃহস্পতিবার  অভিযান পরিচালনা করে  মো: আলমগীর হোসন, অডিটর, উপজেলা  হিসাব রক্ষণ অফিসকে, ডুমুরিয়া, খুলনা হতে গ্রেফতার করে। 

ভিকটিম ও দুদক সুত্রে জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (পিআরিএল ভোগরত) জনাব রনজিত কুমার নন্দীর জিবি ফান্ডের হিসাবকৃত ২০,৮০,০৩৫/- টাকা এর বিপরীতে বিধি মোতাবেক প্রাপ্য ২২,০৬,৭২৫/- টাকা প্রাপ্তির হিসাব নিশ্চিত করার জন্য অডিটর মো: আলমগীর হোসেনের ১৫০০০/- টাকা ঘুষ দাবী ও গ্রহণের অপরাধে কমিশনের অনুমোদক্রমে ঘুষের টাকাসহ আসামীকে গ্রেফতার করেছে

মঞ্জুর মোর্শেদ, পরিচালক দুদক খুলনা বিভাগ তার দক্ষ নেতৃত্বে ও অভিজ্ঞ পরিচালনায় এবং তার পরামর্শে উপপরিচালক নাজমুলবহাসানপর নেতৃত্বে  একটি টিম ফাঁদ পেতে তাকে আটক করতে সক্ষম হয়েছে। 

ক্রাইম ডায়রি // ক্রাইম // আদালত