মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মওদুদঃ সুপ্রিম কোর্ট জানাযায় অংশগ্রহণ করলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী

Moudud responds to Lord's call and leaves: Fisheries and Animal Resources Minister attends Supreme Court janaza

মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মওদুদঃ সুপ্রিম কোর্ট জানাযায় অংশগ্রহণ করলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী

 

সকল সৃষ্টিকেই তার নিজ গন্তব্যের দিকে যাত্রা করতে হবে। মরনশীল সৃষ্টির মধ্যে মানুষ অন্যতম।একদিন না একদিন তাকে তার রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার পথচলার পরিসমাপ্তি ঘটিয়ে আখেরাতের ষ্টেশনে নামতেই হবে। তবে তা হতে পারে যে কোন মুহূর্তে।  আর সময়টা সকলের অজানা। দুনিয়ার রাস্তা হতে আখেরাতের ষ্টেশনে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মওদুদ আহমেদ

প্রকৌশলী আয়াতুস সাইফ মুনঃ

সকল সৃষ্টিকেই তার নিজ গন্তব্যের দিকে যাত্রা করতে হবে। মরনশীল সৃষ্টির মধ্যে মানুষ অন্যতম।একদিন না একদিন তাকে তার রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার পথচলার পরিসমাপ্তি ঘটিয়ে আখেরাতের ষ্টেশনে নামতেই হবে। তবে তা হতে পারে যে কোন মুহূর্তে।  আর সময়টা সকলের অজানা। দুনিয়ার রাস্তা হতে আখেরাতের ষ্টেশনে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মওদুদ আহমেদ। তার জানাযা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়েছে।  তৃতীয় জানাজায় নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।  মার্চ ১৯,২০২১ইং শুক্রবার  বেলা ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা তাদের প্রিয় নেতার জানাজা ও তাকে শেষ বিদায় জানানোর জন্য সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ভিড় করতে থাকেন।   সুপ্রিমকোর্টে জানাজা শেষে মওদুদের লাশ নয়াপল্টনে নেওয়া হয়ে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মওদুদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা এদিন আবেগ চেপে রাখতে পারেননি। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। 

জানাজায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মওদুদ আহমদের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সহযোদ্ধারা। 

এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মওদুদ আহমদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। ব্যারিস্টার মওদুদের মরদেহ শহীদ মিনারে আসার আগে থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সেখানে অবস্থান করছিলেন। সকাল ১০টা পর্যন্ত মরহুমের মরদেহ রাখা হয় সেখানে। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মওদুদ আহমদের মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে। 

সুপ্রিমকোর্টে জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন,  ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম),  এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী মওদুদের লাশ ৬টা ৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বিএনপির মহাসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা লাশ গ্রহণ করেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ। সেখানে প্রবাসীরা তার প্রথম জানাজায় অংশ নেন।

ক্রাইম ডায়রি /// জাতীয়