রাজধানীর হাতিরপুল বাজার সংলগ্ন ভবনে আগুন
ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা।
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শরীফা আক্তার স্বর্ণাঃ
আগুন যেন পিছু ছাড়ছেই না রাজধানীবাসীর। আগুন লাগার নিগুঢ় রহস্য বের করা যেন দুরুহ ব্যাপার। প্রতিদিন কোন না কোন জায়গায় লাগছে আগুন। পুড়ছে সম্পদ হারিয়ে যাচ্ছে তাজা প্রাণ।
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ক্রাইম ডায়রি// রাজধানী