সম্পাদকীয়ঃ সুগন্ধা ট্রাজেডি হতে শিক্ষা নেয়া জরুরি

যে কোন দূর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যথোপযুক্ত কার্যক্রম গ্রহণ করলে পরবর্তীতে দূর্ঘটনা না ঘটারোই সম্ভাবনা থাকে। আর যদি ঘটেও তবুও বেঁচে যেতে পারে হাজারো প্রাণ।

সম্পাদকীয়ঃ সুগন্ধা ট্রাজেডি হতে শিক্ষা নেয়া জরুরি

মাননীয় প্রধানমন্ত্রী ও  বঙ্গকন্যা শেখ হাসিনার নিকট আবেদন নৌচলাচল রুটে চব্বিশ ঘণ্টা পালাক্রমে টহল উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করে দিন। এটাই এখন নদীপথে চলাচলকারী কোটি জনতার প্রাণের দাবী

..... সুগন্ধা ট্রাজেডি, শিক্ষা নেয়া জরুরি....


চারিদিকে পানি পানি আর পানি। কিন্তু খাবার জন্য এক ফোঁটা পানিও নেই। ইন্টারমিডিয়েট ক্লাসে আলবাট্রস গল্পের করুণ কাহিনী আমরা অনেকেই জানি। ইংরেজি ক্লাসে স্যার করুণ করে গল্পটি বোঝাতেন।

সুগন্ধা নদের ট্রাজেডিটা ঠিক এমনই করুণ। বিশাল জলরাশির বুকে আগুন লেগে ঝরে পড়ল প্রায় অর্ধশতাধিক তাজা প্রাণ। তাদের করুন কান্না শেষ মুহূর্তে ভিডিও করে ছাড়তে পেরেছিলেন কেউ কেউ। অসংখ্য দূর্ঘটনা ঘটে নদী পথে।

হাজারো প্রাণ যায়। কিন্তু, লাশের মিছিল হতে কি শিক্ষা নেই আমরা? কি সতর্কতাই বা আমরা অবলম্বন করি? নদীপথে উদ্ধারকারী জাহাজের জোনভিত্তিক টহল জরুরি।  যাতে দূর্ঘটনার বিশমিনিটের নোটিশে তারা সেখানে পৌঁছাতে পারে।। বাটপার ব্যবসায়ীদের হয়তো ক্ষতিতে তেমন যায় আসেনা।

কিন্তু, প্রাণ যায় দেশের সাধারন মানুষের।  সরকারের অবশ্যই করনীয় কিছু থাকা উচিত। বিচার সালিশ শাস্তি দিয়ে তো আর জীবন ফিরে পাওয়া যায়না। আর তাতে বন্ধ হয়নি কখনও দূর্ঘটনা।  শাস্তির পাশাপাশি তাই জরুরি হলো সুরক্ষা নিশ্চিত করা। 
টহল উদ্ধারকারী জাহাজ যদি পালাক্রমে নদীর বুকে জেগে থাকে তবে যে কোন দূর্ঘটনা ঘটলেও প্রান নিয়ে উদ্ধার করা যাবে মানুষকে।  রাতে যদি আশেপাশে কোন উদ্ধারকারী জাহাজ কিংবা নিদেন পক্ষে একটা ডিঙিও থাকতো তবুও বাঁচতো অনেক প্রাণ।

মাননীয় প্রধানমন্ত্রী ও  বঙ্গকন্যা শেখ হাসিনার নিকট আবেদন নৌচলাচল রুটে চব্বিশ ঘণ্টা পালাক্রমে টহল উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করে দিন। এটাই এখন নদীপথে চলাচলকারী কোটি জনতার প্রাণের দাবী। 

আতিকুল্লাহ  আরেফিন রাসেল 
সম্পাদক ও প্রকাশক 
ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি 

কেন্দ্রীয় সভাপতি 
জাতীয় সাংবাদিক পরিষদ 
+৮৮ ০১৯১৫ ৫০ ৬৩ ৩২
raselcrimediary@gmail.com