আগামীকাল ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস
প্রতিবছর ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশকে ব্র্যান্ড করার পিছনে ভূমিকা রাখার পাশাপাশি দেশীয় বাজারে ভোক্তাদের সঠিক পরিমাপে গুনগত মান সম্পন্ন পণ্য নিশ্চিত করেছে।
বিএসটিআই প্রতিবেদকঃ
সারাবিশ্বে বাংলাদেশী পণ্যের সঠিক পরিমাপ ও মান বিশ্বমানের করার পিছনে বাংলাদেশ ষ্ট্যান্ডার্ড এন্ড টেষ্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর ভূমিকা অনস্বীকার্য। বিএসটিআই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে ব্র্যান্ড করার পিছনে ভূমিকা রাখার পাশাপাশি দেশীয় বাজারে ভোক্তাদের সঠিক পরিমাপে গুনগত মান সম্পন্ন পণ্য নিশ্চিত করেছে।
আগামীকাল মে ২০,২০২৪ইং বিশ্ব মেট্রোলজি দিবস।
রাজশাহীতে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর
মাধ্যমে পালিত হতে যাচ্ছে। এটি হবে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস। পরিমাপের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থা- ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস এন্ড মেজারস (বিআইপিএম) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান অব লিগ্যাল মেট্রোলজি (ওআইএমএল) এর যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী প্রতিবছর ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়ে আসছে।
১৮৭৫ সালের ২০মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘মিটার কনভেনশন’ এ স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী একটি সুষ্পষ্ট ও সুসঙ্গত পরিমাপ পদ্ধতি প্রচলন শুরু হয়। তাই এদিনটিকে স্মরণীয় করে রাখতে ‘বিআইপিএম’ ও ‘ওআইএমএল’ এর যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী প্রতি বছর বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়ে থাকে। ‘বিআইপিএম’ ও ‘ওআইএমএল’ এর সদস্য হিসেবে বাংলাদেশে লিগ্যাল ও সায়েন্টিফিক মেট্রোলজির প্রচলন এবং বাস্তবায়নের
দায়িত্বপ্রাপ্ত একমাত্র রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসটিআই দিবসটি যথাযথ গুরুত্বের সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে। মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি দিবস পালনের মুখ্য উদ্দেশ্য।
দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয়, আঞ্চলিক ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মোবাইল অপারেটরের গ্রাহকের ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার/প্রচারণার জন্য রাজশাহী মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মেট্রোলজি দিবসের শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টাঙানো হয়েছে। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর উদ্যোগে অত্রাফিসের সম্মেলন কক্ষ, নওদাপাড়া, বাইপাস সড়ক, সপুরা, রাজশাহীতে ২০মে, ২০২৪ খ্রি., সকাল ৯:৩০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। মূল প্রবন্ধ উপস্থাপক ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর
উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি // বিএসটিআই