রাজধানীতে ওমিক্রন আক্রান্ত ৯ জনঃ আক্রান্তের পরিমাণ বাড়ছে

মানুষ এখন অনেক সাহসী এবং চরম বেপরোয়া। মাস্কবিহীন লাখো মানুষের হাঁচি-কাঁশিতে আক্রান্ত বেড়েই চলেছে।

রাজধানীতে ওমিক্রন আক্রান্ত ৯ জনঃ আক্রান্তের পরিমাণ বাড়ছে

দেশে আরও ৯ জনের শরীরে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। ফলে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে

শরীফা আক্তার স্বর্নাঃ

করোনা পর এবার আঘাত হানতে শুরু করেছে মহামারীর ভিন্নরুপ ওমিক্রন।  কোন সতর্কবার্তা ছাড়াই যা ডেকে আনে মৃত্যু। দু'জন খেলোয়াড়ের মাধ্যমে শুরু হওয়া ওমিক্রন এখন রাজধানীর নয়জনের শরীরে। 

সম্প্রতি, দেশে আরও ৯ জনের শরীরে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। ফলে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

জানুয়ারী ১০,২০২২ইং সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বাংলাদেশে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একই দিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সম্প্রতি বাংলাদেশের কর্নধার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা টিকা নিতে আহবান জানিয়েছেন। 

ক্রাইম ডায়রি // জাতীয়