মেট্টোপলিস আইডিয়াল ল' কলেজের পিকনিক মিরপুরের তামান্না পার্কে
Metropolis Ideal Law College Picnic Mirpur Tamanna Park
Metropolis Ideal Law College Picnic Mirpur Tamanna Park
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ঐতিহ্য বাহী আইন শিক্ষা প্রতিষ্ঠান মেট্টোপলিস আইডিয়াল ল কলেজ এর বার্ষিক বনভোজন মিরপুরের তামান্না পার্কে অনুষ্ঠিত হচ্ছে।
উপস্থিত আছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য আইনজীবী তৈরির কারিগর কলেজের প্রিন্সিপাল লার্নেড অ্যাডভোকেট এএএম মুনিরুজ্জামান, মেট্টোপলিস আইডিয়াল ল ইয়ার্স এসোশিয়েন এর সম্মানিত সেক্রেটারি লার্নেড অ্যাডভোকেট ফরহাদ হোসেনসহ অত্র কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র জাতীয় সাংবাদিক পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি লার্নেড অ্যাডভোকেট আতিকুল্লাহ আরেফিন রাসেলসহ অন্যন্য ছাত্র ছাত্রী ও অতিথি বৃন্দ।
ক্রাইম ডায়রি // ডেস্ক










