মেডিকেল ছাত্রীকে যৌণ হয়রানিঃ শিক্ষক গ্রেফতার

মেডিকেল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সামাজিক মর্যাদা সমাজে অনেক বেশি। সাধারন মানুষ তাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে। তাই, মেডিকেল কলেজের মতো জায়গায় এই অতি আধুনিক যুগে যৌণতা ও নোংরা মানসিকতার মানুষ শোভা পায়না।

মেডিকেল ছাত্রীকে যৌণ হয়রানিঃ শিক্ষক গ্রেফতার

 

মেডিকেল কলেজের মতো স্পর্শকাতর জায়গায় ছাত্রীকে যৌণ হয়রানির মানসিকতা সম্পন্ন শিক্ষক সত্যিই অকল্পনীয় ও ভয়ংকর।

মোঃ শাহীন আলমঃ 

মেডিকেল কলেজের মতো স্পর্শকাতর জায়গায় ছাত্রীকে যৌণ হয়রানির মানসিকতা সম্পন্ন শিক্ষক সত্যিই অকল্পনীয় ও ভয়ংকর। সামাজিক ও মানুষের মানসিক অবস্থা এখন এতটাই নাজুক যে প্রায়শঃই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগ শোনা যাচ্ছে।  বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এমন সংবাদ গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে।

সম্প্রতি, রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

 RAB সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ডিসেম্বর ২৯,২০২১ইং বুধবার  গনমাধ্যক কর্মীদের  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ওই ছাত্রী একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে RAB ওই চিকিৎসক কাম শিক্ষককে গ্রেফতার করেছে।

এর আগে গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষ বর্ষের ওই ছাত্রী।

জিডিতে শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে শিক্ষার্থী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন ঐ শিক্ষক। এতে ভুক্তভোগী ঐ ছাত্রী আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা