যুদ্ধের ডামাডোলে তেলের দাম বাড়াচ্ছে সৌদি আরব

Saudi Arabia is raising oil prices in the wake of the war

যুদ্ধের ডামাডোলে তেলের দাম বাড়াচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ

যুদ্ধ চলছে বৃহৎ পরাশক্তিধর দেশ রাশিয়া সাথে তাদেরই সন্তান তুল্য দেশ একসময়ের সোভিয়েত রাজ্য ইউক্রেনের মধ্যে। রাশিয়া যেই ইউক্রেনে হামলা চালাল ঠিক তখনই  বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলারের বেশি বেড়ে যাওয়ার পর সৌদি আরবও বাড়াচ্ছে তেলের দাম। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ মার্চ ৫,২০২২ইং শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা সৌদি আরামকো আগামী মাস থেকে এশিয়ায় প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডের দাম ৪.৯৫ ডলার বাড়াবে। মার্চের তুলনায় দাম ব্যারেল প্রতি ২.১৫ মার্কিন ডলার বাড়বে তেলের দাম।

 ২০০০ সালে ব্লুমবার্গ তেলের দাম সংক্রান্ত তথ্য সমন্বয় শুরুর পর এই প্রথম এতো দাম বাড়ল বলে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে। ব্যবসায়ী এবং পরিশোধকদের জরিপ অনুযায়ী ধারণা করা হচ্ছিল সৌদি আরামকো  প্রতি ব্যারেল তেলের দাম ১.৭০ বাড়াতে পারে।

এশিয়ার বাজারে আরব লাইট ক্রুড ছাড়া অন্য গ্রেডের তেলের দাম প্রতি ব্যারেল ২.৭০ মার্কিন ডলার বাড়াছে সৌদি আরামকো।  তবে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য ব্যারেল প্রতি দাম বাড়ছে এক মার্কিন ডলার।

ইউরোপের বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বাড়ছে ১.২০ এবং ২.১০ মার্কিন ডলারের মধ্যে। অন্যদিকে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে দাম বাড়ছে প্রতি ব্যারেল দুই মার্কিন ডলারের মতো।

ক্রাইম ডায়রি // আন্তর্জাতিক