সুপারস্টার শ্রাবন্তীকে কুপ্রস্তাব বাংলাদেশী যুবকেরঃ খুলনায় গ্রেফতার ও রিমান্ডে

Bangladeshi youth makes bad offer to superstar Sravanti: Arrested and remanded in Khulna

সুপারস্টার শ্রাবন্তীকে কুপ্রস্তাব বাংলাদেশী যুবকেরঃ খুলনায় গ্রেফতার ও রিমান্ডে

খুলনা সংবাদদাতাঃ

দেশের গন্ডি পেরিয়ে ইভটিজিং এখন বিদেশে রপ্তানি করতে মাঠে নেমেছেন খুলনার যুবক মাহবুব। নাম সুন্দর হলেও কাজ কিন্তু ঘৃনিত। হয়তো এলাকার মেয়েদের এতটাই টিজ করেছেন যে;তার সাঁধ মেটেনি।। তাই সরাসরি টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে মোবাইল ফোনের মাধ্যমে কুপ্রস্তাব দেয়া শুরু করলেন। এই অভিযোগে খুলনার সোনাডাঙ্গা মাহাবুবুর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা পুলিশ। নভেম্বর  ১৯,২০২০ইং বৃহস্পতিবার সকালে তাকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এরপর দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে , শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগ রয়েছে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে মাহবুবের বিরুদ্ধে। ফেসবুকের কল্যানে তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করেন। এরপর বিভিন্ন সময় কল করতেন ঐ নম্বরে। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস দিতেন মাহবুব। দীর্ঘদিন  ধৈর্য্য ধরে নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চান। এরই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দফতরের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলা দায়ের হয়। মামলাটি দায়ের করেন, সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন।। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) রাধে শ্যাম ।থানার  ওসি মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা করা হয় এরপর আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেন তারা। এদিকেে এই ঘটনায় এই ঘৃৃৃৃৃনিত ইভটিজিং এর  বিচার চেয়েছেন এলাকাবাসী।

ক্রাইম ডায়রি //আন্তর্জাতিক