এটিইউয়ের নতুন প্রধান রুহুল আমিন

দেশ মাতৃকার জন্য নিবেদিত প্রাণ পুলিশ কর্মকর্তা রুহুল আমিনের দক্ষতা,সততা ও যোগ্যতার প্রশংসা পুলিশ বাহিনীতে সবার মুখে মুখে।

এটিইউয়ের নতুন প্রধান  রুহুল আমিন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

বাংলাদেশ পুলিশে তার রয়েছে যথেষ্ট সুনাম। এটিইউ এমন একটি ইউনিট যেখানে সর্বোচ্চ দক্ষতা থাকাটা বাঞ্চনীয়। দেশ মাতৃকার জন্য নিবেদিত প্রাণ পুলিশ কর্মকর্তা রুহুল আমিনের দক্ষতা,সততা ও যোগ্যতার প্রশংসা পুলিশ বাহিনীতে সবার মুখে মুখে।

ক্রাইম ডায়রি ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের দক্ষ ও শক্তিশালী একটি ইউনিট হলো এটিইউ। যার পুরো নাম  অ্যান্টি টেররিজম ইউনিট অব বাংলাদেশ পুলিশ। এই বাহিনীর প্রধান হিসেবে  যোগদান করেছেন বাংলাদেশ পুলিশের অত্যন্ত দক্ষ,সাহসী ও মেধাবী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন। বুধবার  তিনি দায়িত্ব গ্রহণ করেন। এটিইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

রুহুল আমিন পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান এটিইউর প্রধান কামরুল আহসানের স্থলাভিষিক্ত হলেন তিনি। রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১২তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডারে প্রথম হন।

জানা যায়, জনাব রুহুল আমিনের জন্ম গোপালগঞ্জ জেলায়। তিনি ১২তম বিসিএস পরীক্ষায় ক্যাডার হয়ে ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। এএসপি হিসেবে পুলিশ সদর দফতর, দিনাজপুর, রাঙামাটি, কুমিল্লা এবং  সিলেট, ৭–এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ও নওগাঁয় কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া তিনি রাজবাড়ী, ঝালকাঠি ও সিলেটের পুলিশ সুপার হিসেবে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রুহুল আমিন অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি রেলওয়ে রেঞ্জ, ঢাকা, বরিশাল মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের ডিআইজি মিডিয়া অ্যান্ড প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পেশাগত উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ পুলিশে তার রয়েছে যথেষ্ট সুনাম। এটিইউ এমন একটি ইউনিট যেখানে সর্বোচ্চ দক্ষতা থাকাটা বাঞ্চনীয়। দেশ মাতৃকার জন্য নিবেদিত প্রাণ পুলিশ কর্মকর্তা রুহুল আমিনের দক্ষতা,সততা ও যোগ্যতার প্রশংসা পুলিশ বাহিনীতে সবার মুখে মুখে।

ক্রাইম ডায়রি//স্পেশাল