সাংবাদিকের উপর হামলা- বিএমডিএর দুই কর্মী বরখাস্ত

এই দুই কর্মীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আকতার জাহান। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকের উপর  হামলা- বিএমডিএর দুই কর্মী বরখাস্ত
ছবি-ক্রাইম ডায়রি

লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলকে মারধর শুরু করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে যান।

রাজশাহী সংবাদদাতাঃ

সাংবাদিক নির্যাতন প্রতিনিয়ত বেড়েই চলেছে। সারাদেশের বিভিন্ন জায়গায় প্রায়শঃই শোনা যাচ্ছে কর্তব্যরত সাংবাদিককে হেনস্থা অথবা হামলার ঘটনা। সম্প্রতি প্রকাশ্য দিবালোকে রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের প্রতিবেদক ও ক্যামেরাপারসন।

ভিডিও ফুটেজ ভাইরাল হলে দেখা যায় কর্তব্যে ফাঁকিবাজ দুই  কর্মচারীর আস্ফালন এবং আক্রমন। সারাদেশ হতে প্রতিবাদ শুরু হয়। সাংবাদিক নির্যাতনের  ঘটনায় তাই দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।  সোমবার পৌনে ৩টার দিকে সাংবাদিকদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএমডিএ সচিব শরিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানা যায়। এ ছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএমডিএ পরিচালক বেগম আখতার জাহান। সাময়িক বরখাস্তকৃতরা হলেন-বিএমডিএ প্রধান কার্যালয়ের ভান্ডার রক্ষক মো. জীবন ও ড্রাইভার আব্দুস সবুর। দাবি অনুযায়ী দুইজনকে বহিষ্কার করায় চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সাংবাদিকরা।

এর আগে এদিন সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হয়েছেন এটিএন নিউজের প্রতিবেদক ও ক্যামেরাপারসন। আহতরা হলেন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। আহত রুবেল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে।

হামলার শিকার বুলবুল হাবিব জানান, তারা বিএমডিএ থেকে লাইভ করছিলেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালে আসেন সংস্থার নির্বাহী পরিচালক আবদুর রশীদ। আবদুর রশীদ এসেই বলেন, ‘কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে?’ তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান। এরপর কিছু কর্মচারীকে নিচে পাঠিয়ে হামলা চালানো হয়। লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলকে মারধর শুরু করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে যান। এ নিয়ে তিনি আইনত ব্যবস্থা নেবেন।

এদিকে, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। তারা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। পরে  বেলা ১টার দিকে অভিযুক্ত দুই কর্মী মো. জীবন ও আব্দুস সবুরকে স্ট্যান্ডরিলিজ করা হয়।অভিযুক্ত জীবন বিএমডিএ প্রধান কার্যালয়ে ভাণ্ডার রক্ষক এবং আব্দুস সবুর ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। জীবনকে চাঁপাইনবাবগঞ্জ রিজিওন এবং আব্দুস সবুরকে নওগাঁ জোনে বদলি করা হয়েছে। তাৎক্ষণিক ওই অফিস আদেশে স্বাক্ষর করেন বিএমডিএ সচিব শরিফ আহম্মেদ। 

তবে বিএমডিএ'র এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান সাংবাদিকরা। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। এরপর বেলা ৩টার দিকে এই দুই কর্মীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আকতার জাহান। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এরপরই আন্দোলন থেকে সরে আসেন রাজশাহীর সাংবাদিকরা।

ক্রাইম ডায়রি// আইন শৃঙ্খলা