আয়তন কমেছে বগুড়া জেলার

সারিয়াকান্দির কাজলা এবং বোয়াইল ইউনিয়নের ওই অংশটুকু এখন থেকে মাদারগঞ্জ উপজেলার অংশ হিসেবে বিবেচিত হবে।

আয়তন কমেছে বগুড়া জেলার
ছবি - অনলাইন হতে সংগৃহীত

বগুড়া জেলার নদীবিধৌত সারিয়াকান্দি উপজেলার যমুনা চরের কাজলা ও বোয়াইল ইউনিয়ন জামালপুর জেলার মাদরগন্জ উপজেলার সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মো: শাহাদাত হোসেন, শেরপুর(বগুড়া) হতেঃ

দেশের সবচেয়ে শান্তজেলা এবং দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত উত্তরবঙ্গের মধ্যমনি বগুড়া জেলার আয়তন কমালো সরকার। বগুড়া জেলার নদীবিধৌত সারিয়াকান্দি উপজেলার যমুনা চরের কাজলা ও বোয়াইল ইউনিয়ন জামালপুর জেলার মাদরগন্জ উপজেলার সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৮ নভেম্বর,২০২২ইং রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য কথা জানান।

তিনি জানান, ওই অংশটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের সাথে। এই অংশটি বগুড়ার সাথে নদী দ্বারা বিভক্ত। তাদেরকে বগুড়া যেতে হলে ব্রক্ষ্মপুত্র নদপার হয়ে যেতে হয়। সেজন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাথে সংযোগ করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন করে দেয়া হয়েছে। সারিয়াকান্দির কাজলা এবং বোয়াইল ইউনিয়নের ওই অংশটুকু এখন থেকে মাদারগঞ্জ উপজেলার অংশ হিসেবে বিবেচিত হবে।

ক্রাইম ডায়রি///জেলা