বগুড়ার শেরপুরে মেয়র হলেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী খোকা

BNP's rebel candidate Khoka is the mayor of Bogra's Sherpur

বগুড়ার শেরপুরে মেয়র হলেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী খোকা

বগুড়ার শেরপুরে পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা (জগ প্রতীক)। তিনি শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

জাকির হোসেন রনিঃ

বগুড়ার শেরপুর হলো উত্তরবঙ্গের নিরাপদ প্রবেশদ্বার। বি এনপি ঘাঁটি বলে বিবেচিত এই নির্বাচনী এলাকার সুদীর্ঘ সময় ধরে বি এনপির ছিল একচ্ছত্র প্রভাব। সর্বশেষ  এলাকার সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় রাজনীতিক গোলাম মোহাম্মদ সিরাজকে নমিনেশন না দেয়ায় ঘাঁটিটি আওয়ামীলীগের দখলে চলে যায় এবং আসনটি অদ্যবধি আওয়ামীলীগের ক্লিন ইমেজের নেতা সাবেক বিসিএস কর্মকর্তা হাবিবুর রহমান এসপির দখলে।  একই আসনে তৎকালীন বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকাও বি এনপি’র ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দলের কর্মীদের সবচেয়ে কাছের বলে পরিচিত জানে আলম খোকা এবারও মাত করে দিলেন।  বগুড়ার শেরপুরে পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা (জগ প্রতীক)। তিনি শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট। সংরক্ষিত  আসনে মহিলা কাউন্সিলর হিসেবে ১, ২, ৩নং ওয়ার্ডে করুণা রানী ঘোষ, ৪, ৫, ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম রুবি ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে শারমিন আকতার নির্বাচিত হয়েছেন।

বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৪৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এমরান কামাল খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫৯৩ ভোট।

কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন  ১নং ওয়ার্ডে শুভ ইমরান, ২নং ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি, ৩নং ওয়ার্ডে নিমাই ঘোষ, ৪নং ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ, ৫নং ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু, ৬নং ওয়ার্ডে নাজমুল আলম খোকন, ৭নং ওয়ার্ডে জাকারিয়া মাসুদ, ৮নং ওয়ার্ডে সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম ও ৯নং ওয়ার্ডে ফিরোজ আহমেদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নির্বাচন সুষ্টু ও সুন্দর ভাবে হয়েছেও বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট ও সাধারন জনতা।

নোটঃ সকল প্রকার অনিয়ম ও অপরাধের খবর জানাতে এবং জানতে ক্রাইম ডায়রির সাথেই থাকুন। ভিজিট করুন আমাদের সকল নিউজ সাইটে। পত্রিকার জন্য হকারকে বলুন।।

ক্রাইম ডায়রি//// জেলা