হড়িনাকুন্ডতে অভিনব কায়দায় বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল চুরি

বিক্রয় প্রতিনিধিরা সাবধান। নিজ ব্যবহৃত যানবাহন নিজ হেফাজতে রাখবেন।

হড়িনাকুন্ডতে অভিনব কায়দায় বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল চুরি

সময়ের সাথে প্রতারকরা নানান কৌশল অবলম্বন করে তাদের প্রতারণা অব্যহত রেখেছে। থালা বাসন, ঘটিবাটির যুগ শেষ। এখন চোরেরা চুরি করে ব্যাংক, মাটি, মহাসমুদ্র, গাড়ি এবং নিম্নমানের চুরি হলো মোটরসাইকেল চুরি। সম্প্রতি,  ঝিনাইদহ জেলার হড়িনাকুন্ড থানা এলাকায় আমানা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এর একজন এসআরের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে

কামাল হোসেন, ঝিনাইদহ সংবাদদাতাঃ

সময়ের সাথে প্রতারকরা নানান কৌশল অবলম্বন করে তাদের প্রতারণা অব্যহত রেখেছে। থালা বাসন, ঘটিবাটির যুগ শেষ। এখন চোরেরা চুরি করে ব্যাংক, মাটি, মহাসমুদ্র, গাড়ি এবং নিম্নমানের চুরি হলো মোটরসাইকেল চুরি। সম্প্রতি,  ঝিনাইদহ জেলার হড়িনাকুন্ড থানা এলাকায় আমানা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এর একজন এসআরের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ঐ এসআর জানান, চোর আরিফ এগ্রো নামে একটি কোম্পানির টিএসও। মার্কেটিং চাকরির সুবাদে ঐ চোরকে কমবেশি সবাই চেনে। সেই সূত্রে সেও তাকে চেনে। চোর তার কোম্পানিতে চাকরি নেয়ার কথা বলে সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে অক্টোবর ২৭,২০২১ ইং বুধবার সকালবেলা তার ডিলার পয়েন্টে গিয়ে তার প্রতিষ্ঠানে চাকরির কথা বলে সম্পর্কের জেরে মোটরসাইকেল এর চাবি চায়।

এরপর মোটরসাইকেল নিয়ে একটি দোকানে গিয়ে অর্ডার কাটতে সহযোগিতা করে।  এসময় সে তার মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যায়। তাৎক্ষণিক চুরির বিষয়টি অনুধাবন করতে না পারলেও আধাঘন্টা পর মোবাইল ফোন বন্ধ করে দেয়ার পর নিশ্চিত হওয়া যায় যে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে এবং ঐ ব্যাক্তিটি আসলে মোটরসাইকেল চোর।।

এ বিষয়ে ভুক্তভোগী ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানায় একটি জিডি দায়ের করে। জিডি নং ১২৩০। চোরও একজন সেলস অফিসার, আরিফ এগ্রোর টিএসও হিসেবে জব করে বলে পরিচয় দেয়ায় সন্দেহ হয়নি। তাছাড়া সেলস মার্কেটিং এর জগতে এমন বিশ্বাস স্বাভাবিক। চোরের বাড়ি ময়মনসিংহ, শ্বশুরবাড়ি ঝিনাইদহ বলে জানা গেছে। চোরের মোবাইল নম্বর 01913413911. এই মোটরসাইকেলই ছিল এই এসআরের শেষ সম্বল।  মোটরসাইকেল হারিয়ে সে এখন দিশেহারা।

যদি কেউ সন্ধান পেয়ে থাকেন বা তার ঠিকানা জানেন দয়া করে ০১৩১৩ ৭১৬৭০৬ এই নম্বরে জানানোর অনুরোধ করেছে ভুক্তভোগী ও তার পরিবার।

ঝিনাইদহ জেলার হড়িনাকুন্ড থানা সূত্রে জিডির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ক্রাইম ডায়রি // ক্রাইম