পাটুরিয়া কান্ডঃ উদ্ধারকারী জাহাজ হামজায় কোন কাজ হয়নি

ঘাট কেন্দ্রীক দূর্নীতি এদেশে নতুন কিছু নয়। সীমা ছাড়িয়ে যখন একটি বড় দূর্ঘটনা ঘটে তখনই সবাই নড়েচড়ে বসে। কোটি টাকার ইনকাম যেখানে সেখানে জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকার কথা পর্যাপ্ত পরিমাণে। অথচ দূর্ঘটনা ঘটার পর দেখা গেল উদ্ধারকারী  জাহাজ হামজা ডুবে যাওয়া ফেরীকে একচুলও নড়াতে পারেনি।

পাটুরিয়া কান্ডঃ উদ্ধারকারী জাহাজ হামজায় কোন কাজ হয়নি
ছবিঃ ক্রাইম ডায়রি
ঘাট কেন্দ্রীক দূর্নীতি এদেশে নতুন কিছু নয়। সীমা ছাড়িয়ে যখন একটি বড় দূর্ঘটনা ঘটে তখনই সবাই নড়েচড়ে বসে। কোটি টাকার ইনকাম যেখানে সেখানে জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকার কথা পর্যাপ্ত পরিমাণে। অথচ দূর্ঘটনা ঘটার পর দেখা গেল উদ্ধারকারী  জাহাজ হামজা ডুবে যাওয়া ফেরীকে একচুলও নড়াতে পারেনি। ইতোমধ্যে ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও পাটুরিয়ার ৫নং ঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া রো-রো ফেরি ‘আমানত শাহকে’ চুল পরিমাণ সরাতে পারেনি উদ্ধারকারী জাহাজ হামজা।
পাটুরিয়া সংবাদদাতাঃ
ঘাট কেন্দ্রীক দূর্নীতি এদেশে নতুন কিছু নয়। সীমা ছাড়িয়ে যখন একটি বড় দূর্ঘটনা ঘটে তখনই সবাই নড়েচড়ে বসে। কোটি টাকার ইনকাম যেখানে সেখানে জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকার কথা পর্যাপ্ত পরিমাণে। অথচ দূর্ঘটনা ঘটার পর দেখা গেল উদ্ধারকারী  জাহাজ হামজা ডুবে যাওয়া ফেরীকে একচুলও নড়াতে পারেনি। ইতোমধ্যে ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও পাটুরিয়ার ৫নং ঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া রো-রো ফেরি ‘আমানত শাহকে’ চুল পরিমাণ সরাতে পারেনি উদ্ধারকারী জাহাজ হামজা। 

 

অক্টোবর ২৮,২০২১ইং বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে জাহাজ হামজা। এখন চলছে ভেতরে আটকাপড়া ট্রাক উদ্ধার কার্যক্রম।  এদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ১৪১ মিটার নদী পথ উজান টপকিয়ে চাঁদপুর থেকে বুধবার রওয়া দিলেও কখন পাটুরিয়ায় পৌঁছবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

The ship Hamza, which rescued Paturia incident, did nothing

সকাল ৭টায় উদ্ধারকাজ শুরুর কথা থাকলেও সোয়া ৮টায় উদ্ধারকারী জাহাজ হামজা দ্বিতীয় দিনের অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসির) ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান।   বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ফেরিঘাটের পথে রয়েছে। 

ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনাকবলিত রো-রো ফেরি আমানত শাহর যে ওজন, তাতে দুটি জাহাজসমেত চেষ্টা করেও সফল হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। প্রত্যয় পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধার করার কাজ শুরু করা যাবে।  হাজমা শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।

ক্রাইম ডায়রি// জেলা