চরম ঝুঁকিতে চান্দাইকোনা টু ঢাকা হাইওয়েঃ প্রতিনিয়তই ঘটছে এক্সিডেন্ট

Chandaikona to Dhaka highway at extreme risk: Accidents happen all the time

চরম ঝুঁকিতে চান্দাইকোনা টু ঢাকা হাইওয়েঃ প্রতিনিয়তই ঘটছে এক্সিডেন্ট

ডাঃ মোমিনুল খন্দকার আলাল,চান্দাইকোনা হতেঃ

ট্রাফিক অব্যবস্থাপনা ও অদক্ষতার কারনে এমনটি ঘটছে বলে স্থানীয় পথচারীরা জানিয়েছেন। রাস্তার দাঁড়িয়ে ট্রাফিক কার্যক্রম দেখলে বিষয়টি সহজে আঁচ করা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

উত্তরবঙ্গের সবগুলো জেলার একমাত্র প্রবেশপথ চান্দাইকোনা -ঢাকা হাইওয়ে। অতিরিক্ত পরিবহনের চাপে নাজুক দশা হয়েছে এই রাস্তার।দীর্ঘ সময় হলো রাস্তাটি ভাঙা হলেও ফোরলেন ইস্যুতে কাজ হয়নি একটুও। কয়েকবছর হলো এ দূর্দশা চলছে। এমনও দিন যায় যে সিরাজগঞ্জের হাটিকুমরুল হতে চান্দাইকোনা ফুডভিলেজ পর্যন্ত রাস্তা পার হতে লাগে প্রায় পাঁচ হতে আট ঘন্টা। উত্তরবঙ্গের কান্না বলতে যেন এ রাস্তাকেই বোঝায়। সম্প্রতি রোড এক্সিডেন্ট মাত্রা ছাড়িয়েছে। ২৩ ডিসেম্বর, ২০২০ইং বুধবার চান্দাইকোনা এলাকার পশ্চিম লক্ষিকোলা এলাকার  আকরাম খলিফা চান্দাইকোনা ব্রীজের একটু আগে পেট্টোল পাম্পের নিকট গাড়ি ধাক্কা  খেয়ে নিহত হন।

চান্দাইকোনা এলাকার আওয়ামিলীগ দলীয় সুপরিচিত নেতা মরহুম সিরাজী সাহেবের সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা রাসেল সিরাজী ক্রাইম ডায়রিকে জানান বেপরোয়া গতির গাড়ি কোন তোয়াক্কা না করে চালিয়ে ভিকটিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্প্রতি, ফুডভিলেজ সংলগ্ন ধনকুন্ডি হাইওয়ে রোডে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় চারজন নিহত হন।ট্রাফিক অব্যবস্থাপনা ও অদক্ষতার কারনে এমনটি ঘটছে বলে স্থানীয় পথচারীরা জানিয়েছেন। রাস্তার দাঁড়িয়ে ট্রাফিক কার্যক্রম দেখলে বিষয়টি সহজে আঁচ করা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নোটঃ ট্রাফিক কার্যক্রম নিয়ে আসছে ধারাবাহিক প্রতিবেদন।জানতে চোখ রাখুন ক্রাইম ডায়রি সকল নিউজ সাইটে

ক্রাইম ডায়রি // জেলা