নেত্রকোনায় ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণাঃ যুবক আটক

Fraud with the identity of a magistrate in Netrokona:youth aressted

নেত্রকোনায়  ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণাঃ যুবক আটক

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

কখনও এসিল্যান্ড আবার কখনও বা ম্যাজিষ্ট্রেট বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছিলেন নেত্রকোনার জুয়েল নামের এক যুবক। কিন্তু বিধি বাম।  কথায় আছে, "দশদিন চোরের একদিন ক্ষয়"। অবশেষে, নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে ধরা খেয়ে এখন আদালতের কাঠগড়ায়। সম্প্রতি, নেত্রকোনা জেলা কারাগারে এই ঘটনা ঘটেছে। অক্টোবর ৫,২০২০ইং বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগারে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নেত্রকোনা জেলা  কারাগারে এক কয়েদিকে দেখতে এসেছিলেন জুয়েল খান (৩৬) নামে এক যুবক। জোর করে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন তিনি । জুয়েল খান নেত্রকোনা সদর উপজেলার সাতপাটি গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুসের ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া বৃহস্পতিবার বিকালে কারাগারের ফটকে এসে কারারক্ষীদের নিকট ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন। তিনি তার পরিচিত এক কয়েদিকে দেখতে ভেতরে প্রবেশ করতে চান। এ সময় কারারক্ষীরা তাকে বাঁধা দেন। এ সময় তিনি চড়াও হয়ে কারারক্ষীকে দেখে নেয়ার হুঁশিয়ারি দেন। কারারক্ষীরা জেল সুপারকে বিষয়টি জানালে জেলা কারাগারের সুপার আবদুল কুদ্দুস এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সে নিজেকে বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা বলে পরিচয় দেয়।  বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত উল্লেখ করে ভিজিটিং কার্ডও ধরিয়ে দেন। 

বিষয়টি সন্দেহ হলে জেলা কারাগারের সুপার নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদকে জানান। পরে তিনি এসে জিজ্ঞাসাবাদ করলে জুয়েল নিজেকে ঢাকার ধামরাইয়ের এসিল্যান্ড হিসেবে পরিচয় দেন। সেখানেও খোঁজ নিয়ে কোনো সত্যতা না পাওয়ায় জুয়েলকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় ডেপুটি জেলার সিরাজুস সালেহীন বাদী হয়ে  জুয়েলের নামে একটি প্রতারণার মামলা দায়ের করেন। শুক্রবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ক্রাইম ডায়রি //ক্রাইম //জেলার সংবাদ