করোনাঃ ইতালিতে আবারও লকডাউনঃ সময় থাকতেই সতর্ক হওয়া উচিত সবার

Everyone should be careful about Corona: Italy again lockeddown

করোনাঃ ইতালিতে আবারও লকডাউনঃ সময় থাকতেই সতর্ক হওয়া উচিত সবার

ইতালি সংবাদাতাঃ

করোনা মোকাবেলায় ভয়াবহ রকমের ক্ষতির শিকার ইতালিতে আবারও লক ডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আর এমন পরিস্থিতি পুরো বিশ্বজুড়েই হতে পারে। আক্রমণাত্বক ও ড্যামকেয়ার মানসিকতাই এর জন্য দায়ী।।সামাজিক দুরত্বতো দুরে থাক মাস্কটুকু পর্যন্ত ব্যবহার করতে নারাজ আমজনতা।।আর এটা সারা বিশ্বেরই চিত্র। সম্প্রতি, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে ইতালিতে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৬ নভেম্বর, ২০২০ ইং শুক্রবার হতে এই লকডাউন শুরু। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। তবে পুরো ইতালিতে রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ-ই থাকবে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাবার কারণে দেশটিতে গত বুধবার রাতে নতুন করে লকডাউনের অধ্যাদেশ জারি করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি।

করোনায় আক্রান্ত  অনুযায়ী নতুন এই অধ্যাদেশ এলাকাভেদে কমলা, হলুদ এবং সবুজ তিন ভাগে বিভক্ত করা হয়েছে।   ইতালির লম্বারদিয়া অঞ্চলে আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি। তাই এটি রেড জোনের মধ্যে রয়েছে।

তবে, লাল চিহ্নিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন থাকবে। লাল ব্যতীত অন্যসব এলাকা থেকে আরেক এলাকায় প্রবেশ করতে পারবেন সাধারণ জনগণ।

তবে লাল চিহ্নিত অঞ্চল থেকে অন্য এলাকায় যেতে চাইলে অটো সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি নির্দিষ্ট কারণ দেখাতে হবে চেকপোস্টে। একইসঙ্গে লাল অঞ্চল থেকে কেউ কমলা, হলুদ ও সবুজ জোনে আসতে পারবে না অতি প্রয়োজন বা সুনির্দিষ্ট কারণ ছাড়া। লাল অঞ্চলে ফার্মেসি, সেলুন, খাবারের দোকান, ফ্যক্টরি ছাড়া বার, রেস্টুরেন্টসহ সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।

ক্রাইম ডায়রি //আন্তর্জাতিক