পুলিশ পরিচয়ে মাদক বিক্রির চেষ্টা,নারায়নগঞ্জে আটক ২

Attempt to sell drugs in police identity, arrested in Narayanganj

পুলিশ পরিচয়ে মাদক বিক্রির চেষ্টা,নারায়নগঞ্জে আটক ২
মাদকের সাথে আপস নয়। আবারও দরকার মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযান। প্রতিটি পরিবার বাঁচাতে হলে এটাই এখন সময়ের সবচেয়ে বড় দাবী।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

মাদকবাজরা তাদের সুবিধার জন্য একেক সময় একেক চরিত্রে অভিনয় করে। তারা কখনও পুলিশ,কখনও রাজনীতিবীদ আবার কখনও বা ছাত্র। প্রয়োজনে এমন কোন ঘৃনিত কাজ নেই যে ওরা করতে পারেনা। আর এমন মাদক ব্যবসায়ী সারা দেশে। সম্প্রতি , নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ পরিচয়ে মাদক বিক্রিকালে দুই জনকে আটকের পর এমন চিত্রই উঠে এসেছে। তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মাদকবাজরা তাদের সুবিধার জন্য একেক সময় একেক চরিত্রে অভিনয় করে। তারা কখনও পুলিশ,কখনও রাজনীতিবীদ আবার কখনও বা ছাত্র। প্রয়োজনে এমন কোন ঘৃনিত কাজ নেই যে ওরা করতে পারেনা। আর এমন মাদক ব্যবসায়ী সারা দেশে।

ফেব্রুয়ারী ২২, ২০২১ইং  সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে এমন দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, এরা হলেন পঞ্চগর জেলার আটুয়ারি থানার মিজানুর রহমানের ছেলে মাহমুদুল হাসান (২৭) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ির থানার বুজরুক বিঞ্চপুর এলাকার রাজা মিয়ার ছেলে রিপন (২৭)।

  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, স্থানীয়রা মাহমুদুল হাসান ও রিপন নামে দুই যুবককে স্থানীয়রা মাদক বিক্রির সময় আটক করেন। এসময় তারা নিজেদেরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কনস্টেবল হিসেবে কর্মরত বলে পরিচয় দেন। এসময় তাদের কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। এ ঘটনায় পারুল বেগম নামে স্থানীয় এক গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

ক্রাইম ডায়রি// ক্রাইম