দুদকের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির কোন সুযোগ নেইঃ দুদক হতে কোন ফোন দেয়া হয় না

There is no chance of extortion by breaking the name of the ACC. No phone call is given from the ACC

দুদকের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির কোন সুযোগ নেইঃ দুদক হতে কোন ফোন দেয়া হয় না

দুদক জানায়, এসব প্রতারকদের কিছু সদস্যকে ইতোপূর্বে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা বিচারাধীন

আতিকুল্লাহ আরেফিন রাসেলঃ

প্রত্যেক ভাল কাজের পিছনে কিছু দুষ্ট চক্র পৃথিবীর শুরু হতেই কাজ করে। কারন এটা মানুষের আদিম বৈশিষ্ট্য।  সম্প্রতি দুর্নীতি দমন কমিশন যখন একের পর এক সফলতা অর্জনের মাধ্যমে দূর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে তখনই একদল প্রতারক নিজেদের দুষ্ট স্বার্থ চরিতার্থের জন্য দুদকের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে।

ইদানীং কালে কিছু প্রতারক দুদকের নাম করে ফোন দিয়ে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা দুদকের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন চক্র প্রতারণা করছে। কমিশনের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র। এসব চক্র বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি বা আদায় করছে, এমন অসংখ্য অভিযোগ পাচ্ছে কমিশন।

এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার কথা জানিয়েছে দুদক। সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারী ব্যক্তিরা বলছেন, তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদক কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত বা অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনো প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।

দুদক জানায়, এসব প্রতারকদের কিছু সদস্যকে ইতোপূর্বে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা বিচারাধীন।

জনগন সচেতন হলে প্রতারকরা আপনা আপনি ধরা পড়ে যাবে অথবা প্রতারণা বন্ধ করতে বাধ্য হবে বলে অভিজ্ঞমহল মনে করেন। তাই যে যার অবস্থান হতে সতর্ক থাকতে  এবং প্রতারকদের সম্পর্কে তথ্য দিতে এবং পাশাপাশি প্রতারকদের সম্পর্কে তথ্য  নিকটস্থ  থানা অথবা র‌্যাব কার্যালয় জানাতে সাধারন গণমানুষের নিকট অনুরোধ জানানো হয়েছে।

ক্রাইম ডায়রি // জাতীয়