লিফটের ভিতর হতে গৃহকর্মীর লাশ: আটকে পড়া দারোয়ান উদ্ধার

ধারণা করা হচ্ছে, কেউ সাবেকুন্নাহারকে হত্যা করে মরদেহ লিফটের উপরে রেখে দিয়েছিল। দুপুরে লিফট চলতে চলতে লাশটি লিফটের ভেতর পড়ে।

লিফটের ভিতর হতে গৃহকর্মীর লাশ: আটকে পড়া দারোয়ান উদ্ধার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

দুপুর সোয়া ২টার দিকে ভবনের উপরে যাওয়ার জন্য লিফটের ভেতর ঢোকেন দারোয়ান নুরুল আমিন। এসময় লিফটের ওপর থেকে রক্ত পড়তে দেখেন তিনি। হঠাৎ করে উপর থেকে লিফটের ভেতরে লাশ এসে পড়ে।

 বান্দরবান সংবাদদাতাঃ

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটের দেয়াল ভেঙে এক শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতের নাম সাবেকুন্নাহার (১৩)। এসময় লিফটের ভেতর আটকে পড়া দারোয়ান নুরুল আমিনকে জীবিত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শহরের প্রধান সড়ক সংলগ্ন বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে। সাবেকুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিবত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মির্জা জহির উদ্দিন।

তিনি জানান, দুপুর সোয়া ২টার দিকে ভবনের উপরে যাওয়ার জন্য লিফটের ভেতর ঢোকেন দারোয়ান নুরুল আমিন। এসময় লিফটের ওপর থেকে রক্ত পড়তে দেখেন তিনি। হঠাৎ করে উপর থেকে লিফটের ভেতরে লাশ এসে পড়ে। এতে লিফট থেমে গিয়ে অচল হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দারোয়ান নুরুল আমিনকে উদ্ধার করে এবং প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় লিফটের দেয়াল ভেঙে সাবেকুন্নাহারের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়,  সোহেল নামের এক ব্যক্তির ফ্ল্যাটে গৃহকর্মী ছিল সাবেকুন্নাহার। বুধবার রাত থেকে সাবেকুন্নাহার নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, কেউ সাবেকুন্নাহারকে হত্যা করে মরদেহ লিফটের উপরে রেখে দিয়েছিল। দুপুরে লিফট চলতে চলতে লাশটি লিফটের ভেতর পড়ে। এতে লিফট অচল হয়ে আটকে পড়েন দারোয়ান নুরুল আমিন।

ক্রাইম ডায়রি/ক্রাইম