ধামরাইয়ে নির্মিত ৪ কোটি টাকার অকেঁজো সেতু

বর্ষা ও বন্যা মৌসুমে খালে পানি থাকায় ব্রিজে উঠতে হয় বাঁশের মই দিয়ে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না।

ধামরাইয়ে নির্মিত ৪ কোটি টাকার অকেঁজো সেতু
ছবি-ক্রাইম ডায়রি

ধামরাই সংবাদদাতাঃ

ঢাকার একটি গুরুত্বপূর্ন এলাকার নাম হচ্ছে ধামরাই। সাভার ও মানিকগঞ্জের মধ্যবর্তী সংযোগস্থল এই ধামরাইয়ের   সুতিপাড়া ইউনিয়নের নওগাঁয় গাজীখালী খালের ওপর সেতু নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে। কিন্ত তা হলেও হয়নি সংযোগ সড়ক।ফলে, ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের। খালের পাড়ে নওগাঁ বাজারে রয়েছে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশরাফ চৌধুরী উচ্চবিদ্যালয়। বর্ষা ও বন্যা মৌসুমে খালে পানি থাকায় ব্রিজে উঠতে হয় বাঁশের মই দিয়ে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের একটি টিম সরেজমিনে দেখতে যায় এই সেতুটি। গিয়ে তারা সরেজমিনে দেখেন যে, গাজীখালী খালের ওপর নির্মিত সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও শেষ হয়নি দুই পাশের সংযোগ সড়কের কাজ। সংযোগ সড়ক থেকে প্রায় ২০-২৫ ফুট উঁচু থাকায় কোনো কাজেই আসছে না সেতুটি। বাধ্য হয়েই মানুষ বর্ষা ও বন্যা মৌসুমে মই ব্যবহার করে সেতুটিতে উঠছে। 

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি গাজীখালী খালের ওপর ৪৫ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান জয়েন্ট ব্রিকস ট্রেডার্স। ২০২০ সালের ২৫ ফেব্র“য়ারি ব্রিজটি নির্মাণ সমাপ্তির সময় নির্ধারণ করা হয়। এতে ব্যয় ধরা হয় ৪ কোটি ২১ লক্ষ ৫৪ হাজার ২৭১ টাকা। সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান জানান, আমি চেয়ারম্যান থাকাকালীন সময় ব্রিজের কাজটি এনেছি, গত পাঁচ বছর আমি চেয়ারম্যান ছিলাম না, এরই মধ্যে পরে কাজ বন্ধ হয়ে যায়।  আমি আবার চেয়ারম্যান হওয়ার পর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রশাসন এ ব্রিজটির সংযোগ সড়কে নির্মাণ ব্যবস্থা নিচ্ছে।

ধামরাই উপজেলা প্রকৌশলী সালেহ হাসান জানান, নওগাঁ গাজীখালী খালের ওপর ব্রিজটির অ্যাপ্রোচের কাজ চলমান আছে। এটা এই মুহূর্তে লেয়ার বাই লেয়ার করে কাজ হচ্ছে এবং অপর পাশে টেন্ডার হয়ে ওয়ার্ক ওয়ার্ডার সম্পূর্ণ হয়েছে ঠিকাদারকে ফাইল বুঝিয়ে দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ঠিকাদার কাজ শুরু করবে বলে তিনি আশ্বস্ত করেন।

ক্রাইম ডায়রি/ ক্রাইম