ঢাকাস্থ কেরোয়া ইউনিয়ন ফোরামে ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা
সাংগাঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাতীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও দৈনিক ক্রাইম ডায়রি’র বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন সোহেল।

Announcement of the new committee of 2025 at Keroa Union Forum in Dhaka
আলাউদ্দিন সোহেল:
রাজধানীর একটি মিলনায়তনে ঢাকায় বসবাসকারী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নবাসীর উদ্যোগে ৬ নং কেরোয়া ইউনিয়ন ফোরামের ২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সদস্যদের স্বত:র্ফূত উপস্থিতিতে ও আলোচনার মাধ্যমে নতুন কমিটিতে সভাপতি পদে মনোনীত হন মাহবুব আলম সোহেল, সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হন ফোরকান হোসাইন রুবেল এবং সাংগাঠনিক সম্পাদক মনোনীত হন জাতীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও দৈনিক ক্রাইম ডায়রির বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন সোহেল।
২০২৫ সালের জন্য গঠিত এই কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: ডাঃ দেলোয়ার হোসেন, হাফেজ মো: ফারুক, এ্যাড. হেলাল, মোঃ ইব্রাহিম (বোর্ড স্কুল) , মো: মিজানুর রহমান (মীরগঞ্জ) ; জয়েন্ট সেক্রেটারি : সুজন মাহমুদ, মোঃতুহিন, মোঃ ইলিয়াস, হাফিজুর রহমান, মুহাম্মদ হারুন; সহ সাধারণ সম্পাদক: ইন্জিঃ মামুন, রাকিব আল হাসান, মাসুম বিল্লাহ রুবেল; সহ সাংগঠনিক সম্পাদক: কামরুল ইসলাম সুজন, মো:রাকিব হোসেন; দপ্তর সম্পাদক: আশিক ফেরদৌস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক:মাহাবুব হাসান ফাহাদ, আইন আদালত বিষয়ক সম্পাদকঃ এড. সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:আবদুল কাদের, প্রচার ও মিডিয়া সম্পাদক:মো:নাঈম কামাল, শিক্ষা ও সাহিত্য সম্পাদক:হাফেজ মো: নোমান, সাংস্কৃতিক সম্পাদক: মোঃ ইকবাল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক:হাফেজ মো: ইয়ামিন, ক্রীড়া সম্পাদক:মো: পারভেজ (মীরগঞ্জ), ত্রাণ, পুনর্বাসন ও চিকিৎসা সম্পাদক:দেলোয়ার খান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক:মো:কামাল হোসেন মিঝি, আইটি সম্পাদক: এড. হেলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:ইমাম হোসেন রাজিম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: মোঃ রিপন (ঢাকা কলেজ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক:মো:সাকিল মুন্সি , ছাত্র বিষয়ক সম্পাদক:আবদুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো: সোলাইমান মিয়াজি এবং সদস্য:সুজন খান প্রিন্স, মো: বেলাল, আবদুল করিম, ওয়ালি উল্ল্যাহ, মো: হিমেল , ফারুক (০৭ নং ওয়ার্ড), জাহিদ (০৬ নং ওয়ার্ড), জাহিদ (০১ নং ওয়ার্ড),কামাল হোসেন প্রমূখ মনোনীত হন।
কমিটির সাংগাঠনিক সম্পাদক আলাউদ্দিন সোহেল ক্রাইম ডায়রিকে বলেন, কেরোয়ার কোন মানুষ যদি ঢাকায় বসবাস করে থাকেন তবে তারা এই কমিটির যে কোন সদস্যদের সাথে যোগাযোগ করে সদস্য হতে পারবেন।
ক্রাইম ডায়রি// স্পেশাল