বিএনপি নেতা অভির জন্মদিনে ক্রাইম ডায়রি পরিবারের শুভেচ্ছা
পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে বারবার কারাবরনকারী ও নির্যাতিত ত্যাগী নেতা গোলাম ফারুক অভি

পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে বারবার কারাবরনকারী ও নির্যাতিত ত্যাগী নেতা গোলাম ফারুক অভি।
জাকির হোসেন রনি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও মহানায়ক শহীদ প্রেসিডেন্ট্ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার রাজনৈতিক কেন্দ্রবিন্দু শতভাগ বিএনপি অধ্যুষিত গ্রাম ফুডভিলেজ খ্যাত ধনকুন্ডির সন্তান পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে বারবার কারাবরনকারী ও নির্যাতিত ত্যাগী নেতা গোলাম ফারুক অভির জন্মদিনে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। বর্তমানে তিনি শেরপুর উপজেলা বিএনপি’র সহ সাংগাঠনিক সম্পাদক।
জানা গেছে, তিনি ঢাকা হতে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক ক্রাইম ডায়রি, ইংরেজি পত্রিকা daily investigation এবং সাপ্তাহিক গোয়েন্দা ডায়রি’র সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক , গবেষক, আইনজীবি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আতিকুল্লাহ আরেফিন রাসেল এর বড়ভাই।
তার জন্মদিনে ক্রাইম ডায়রি পরিবার এর পক্ষ হতে শুভেচ্ছা জানান ক্রাইম ডায়রি পরিবার ও জাতীয় সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।
ক্রাইম ডায়রি/ খবর-বিজ্ঞপ্তি