পাবনার চাটমোহরে বিএসটিআইয়ের অভিযানঃ জরিমানা আদায়

তারা একদিকে যেমন গণমানুষের হৃদয়ের মানুষ অন্যদিকে অপরাধীদের আতংক।তাদের ধারাবাহিক অভিযানে বন্ধ হয়েছে মানহীন পণ্য। যার সুফল ভোগ করছে সাধারন মানুষ।

পাবনার চাটমোহরে বিএসটিআইয়ের অভিযানঃ জরিমানা আদায়
ছবি-ক্রাইম ডায়রি

বাধ্যতামূলক লাইসেন্সিং এর আওতায় এনে মানসম্পন্ন পণ্য উৎপাদনে বাধ্য করেছে প্রতিষ্ঠানগুলোকে। গণমানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বিএসটিআই রাজশাহী। 

রাজশাহী বিভাগীয় ব্যুরোঃ

সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে বেশ সুনাম কুড়িয়ে চলেছে বিএসটিআই।  প্রতিষ্ঠানগুলোও মানসম্পন্ন পণ্য উৎপাদনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে এখন। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিএসটিআই অফিস তার আওতাধীন এলাকাসমুহে একে একে বন্ধ করে দিয়েছে মানহীন ফ্যাক্টরী। বাধ্যতামূলক লাইসেন্সিং এর আওতায় এনে মানসম্পন্ন পণ্য উৎপাদনে বাধ্য করেছে প্রতিষ্ঠানগুলোকে। গণমানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বিএসটিআই রাজশাহী। 

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন রাজশাহী বিএসটিআইয়ের সুদক্ষ একদল সুদক্ষ সহকারী পরিচালক(সিএম)  আসলাম শেথ, সহকারী পরিচালক(সিএম)  দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক( মেট্রোলজি) আব্দুল হান্নান , সহকারী পরিচালক (মেট্রোলজি) মিজানুর রহমান, ফিল্ড অফিসার আমিনুল ইসলাম, বগুড়া বিএসটিআইয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এর সুনাম এখন রাজশাহী বিভাগের প্রতিটি ব্যবসায়ীর মুখে মুখে। তারা একদিকে যেমন গণমানুষের হৃদয়ের মানুষ অন্যদিকে অপরাধীদের আতংক।তাদের ধারাবাহিক অভিযানে বন্ধ হয়েছে মানহীন পণ্য। যার সুফল ভোগ করছে সাধারন মানুষ।

 এরই ধারাবাহিকতায়  এপ্রিল ১১,২০২৩ইং মঙ্গলবার পাবনা জেলার  চাটমোহরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক ব্রেড পণ্য উৎপাদন ও বাজারজাত করায় মেসার্স বিপাসা বিস্কুট বেকারি, বালুচর,চাটমোহর, পাবনাকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ১০০০০.০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স ঈগল ফুডসকে ১০০০০.০০ এবং বাদশা অয়েল মিলস, আফ্রাতপাড়া, চাটমোহর, পাবনা নামীয় প্রতিষ্ঠানকে ২০০০০.০০ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে সর্বমোট ৪০০০০.০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে বিএসটিআই রাজশাহী সুত্রে জানা গেছে।।

রাজশাহী বিএসটিআই জানিয়েছে,  চাটমোহর উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর যৌথ উদ্যোগে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জনাব তানজিনা খাতুন এর নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন জনাব দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) এবং প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী বিএসটিআই।

ক্রাইম ডায়রি/ক্রাইম