দেশে সুন্দর ও সুষ্ঠ নির্বাচন হবে--কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি নির্বাচন না করে, সেই দায়দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে— লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে

দেশে সুন্দর ও সুষ্ঠ নির্বাচন হবে--কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক
ছবি-অনলাইন হতে সংগৃহীত

নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সব রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব— কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি নির্বাচন না করে, সেই দায়দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে— লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলে তিনি জানান।  সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারওই দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে। আমি মনে করি বিএনপিরও এর মধ্যে সুমতি ফিরে আসবে।

শাহাদাত হোসেন রিটনঃ

আওয়ামীলীগের প্রভাবশালী ও স্মার্টনেতা এবঙ কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের কোনো সুযোগ নেই। গণমানুষের নেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই সরকারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনকালীন নির্বাচন কমিশনের কাছে সব ক্ষমতা থাকবে।

জানুয়ারী ০২,২০২২ইং রোববার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সেবা দিবসে আলোচনাসভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সব রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব— কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি নির্বাচন না করে, সেই দায়দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে— লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলে তিনি জানান।  সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারওই দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে। আমি মনে করি বিএনপিরও এর মধ্যে সুমতি ফিরে আসবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নানারকম সমালোচনা ও হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে সংবিধান থেকে সরাতে পারবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুন্দর ও সুষ্ঠ নির্বাচন হবে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহসভাপতি ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমূখ।

ক্রাইম ডায়রি//জাতীয়