ভুল ধারায় মামলা দায়েরঃ ওসিকে আদালতে হাজির হয়ে ব্যাখা দানের নির্দেশ

ভুল ধারায় মামলা দায়েরঃ ওসিকে আদালতে হাজির হয়ে ব্যাখা দানের নির্দেশ

 কুুুুষ্টিয়া সংবাদদাতাঃ 

 

মামলা ধারা ভুল করে মামলা দায়ের করায় কুষ্টিয়ার মিরপুর থানার ওসি আবুল কালাম আজাদকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।  মিরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। ৭ অক্টোবর আদালতে সশরীরে হাজির হয়ে ‘কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না’ তার ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। মিরপুর থানায় একটি শিশু বলাৎকার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু না করে পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় দায়ের করেন ওসি আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর উপজেলার কামলামারী গ্রামে ১৩ বছরের একটি শিশু বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় শিশুর বাবা আনারুল শেখ বাদী হয়ে ওই দিনই মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় তরিকুল ইসলাম নামে একজনকে আসামি করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় রজু করেন মিরপুর থানা পুলিশ।

হাইকোর্টের নির্দেশনা ১৬ বছর পর্যন্ত ছেলে শিশু বলাৎকারের শিকার হলে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় রুজু করতে হবে। গত ১৩ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি চিঠি সারা দেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর পরও মিরপুর থানার ওসি পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলাটি রুজু করেন। পুলিশ মামলার নথি আদালতে পাঠালে বিষয়টি বিচারকের নজরে আসলে তিনি এ নির্দেশ প্রদান করেন।

ক্রাইম ডায়রি/ আদালত/ জেলা