ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারঃ নিয়মিত মনিটরিং করছে মন্ত্রণালয়

Spreading false information on Facebook. The ministry is monitoring regularly

ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারঃ নিয়মিত মনিটরিং করছে মন্ত্রণালয়

শাহাদাত হোসেন রিটনঃ

জনবান্ধব ও ক্লিন ইমেজের নেতা এবং সফল স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। এসব বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও তিনি জানান । গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়াচ্ছে তা প্রতিরোধে  সরকারের কার্যকরী কী পদক্ষেপ গ্রহন করছে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র একটি বিভাগ রয়েছে, তারা সার্বক্ষনিক মনিটরিং করছে।ফেসবুকসহ অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। আমরা যে অভিযোগ করছি তারা সেগুলোর তথ্য আমাদের দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যে প্রেস রিলিজটি দিয়েছি সেখানে বলা হয়েছে, সামাজিক অস্থিরতা বাড়ানোর জন্য অনেক সময় অনেক তথ্য এসেছে, যার সত্যতায় ঘাটতি রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতে বিভিন্ন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। পাশাপাশি আদালতের রায় নিয়েও সমালোচনা হচ্ছে।বিভিন্নভাবে  একটি মহল দেশে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য  মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য ও আমাদের নিয়মিত বাহিনীগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য অসত্য তথ্য দিয়ে অন্য ধরনের পরিবেশ সৃষ্টি করতে এই কাজ করা হচ্ছে বলে আমরা ধারনা করছি বলে তিনি মন্তব্য করেন। ১৪ই অক্টোবর, ২০২০ইং বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্রাইম  ডায়রি //জাতীয়