স্বাস্থ্যখাতের দূর্নীতিঃঃ মন্ত্রীর সাবেক পিএস কে দুদকে তলব

Corruption in the health sector, the former PS of the minister summoned the ACC

স্বাস্থ্যখাতের দূর্নীতিঃঃ মন্ত্রীর সাবেক পিএস কে দুদকে তলব

শরীফা আক্তার স্বর্নাঃ   

স্বাস্থ্যখাতে অস্বাভাবিকতা যেন কাটছেই না। একটার পর একটা ঝামেলা চোখে পড়ছে প্রতিনিয়ত। স্বাস্থ্যখাতের স্বাস্থ্যই যদি অস্বাস্থ্যকর হয় তবে দেশ সোনার বাংলা হতে বহু কষ্ট আছে বৈকি! বঙ্গকন্যা শেখ হাসিনা রাতদিন খাটলেন, বহু ত্যাগ করলেন, নিজ স্বার্থের চিন্তা করলেন না। তাতে জনগন বিস্মিত হলো,ভালবাসল। কিন্তুু এসব চামচিকের দল এটো চাটতে গিয়ে সেই ভালবাসার চির ধরাতে শুরু করার চেষ্টা করছে। সম্প্রতি,   স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব (পিএস) মো. ওয়াহেদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৪ অক্টোবর, ২০২০ইং দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এই পিএস বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত আছেন।

দুদক সূত্র জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শেষে দিকে ওয়াহেদুর রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে (বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে) ৫ অক্টোবর দুদকে হাজির হতে পৃথক নোটিশ দেয়া হয়। সিরাজুল ওই তারিখে দুদকে হাজির হলেও ওয়াহেদুর রহমান দাফতরিক ঝামেলার কথা বলে আসেননি। পরে দুদক তাকে ১৪ অক্টোবর হাজির হতে বলে।

অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ওয়াহেদুর রহমানসহ দুজনকে তলব করে দুদক।

ক্রাইম ডায়রি// ক্রাইম