ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ফাঁসি চেয়ে মানববন্ধন করল এলাকাবাসী

Locals staged a human chain demanding the execution of Mymensingh UP chairman

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ফাঁসি চেয়ে মানববন্ধন করল এলাকাবাসী

ময়মনসিংহ সংবাদদাতাঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ’র ফাঁসির দাবিতে ফের মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

৮ ই অক্টোবর, ২০২০ইং  বৃহস্পতিবার  নারী পুরুষের অংশগ্রহণে উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরসহ হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

অভিযোগ আছে তার অপরাধী আচরন নতুন নয়। এর আগেও  , স্থানীয় ইউপি পরিষদ প্রাঙ্গণে ২০১৯ সালের ২৩ নভেম্বর অপর এক অভিযোগে তার বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসীরা বলেন, এলাকায় তার পালিত সন্ত্রাস বাহিনী থাকায় কেউ তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গেলে সবাইকে মারধরের শিকার হতে হয়। তিনি এলাকার মানুষদের জিম্মি করে রেখেছেন। তার নেতৃত্বে হয়  চাঁদাবাজী ও ভূমিদখল। তার কারণে দিনের বেলায়ও এলাকায় সাধারণ মানুষ ভীত থাকে। মানববন্ধনে বক্তারা বঙ্গকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।  

উল্লেখ্য যে, গত বুধবার বিকেলে উপজেলার গাজিপুর গ্রামে বালু নেয়াকে কেন্দ্র করে বৃদ্ধ আব্দুল কাদির (৬৫) প্রকাশ্যে খুন হয়। পরে এ ঘটনায় পহেলা অক্টোবর নিহতের পুত্র ফরিদ মিয়া বাদী হয়ে স্বদেশী ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার ওইদিন রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাধুর বাজার এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও  প্রধান খুনী জিহাদ সিদ্দিকী ইরাদ সহ তার দুই সহযোগীকে আটক করে।

ক্রাইম ডায়রি// আইন শৃঙ্খলা