মাস্ক পড়া বাধ্যতামূলকঃভ্রাম্যমান আদালত পরিচালনা অনুমোদন

Approval of mandatory mobile court operation wearing mask

মাস্ক পড়া বাধ্যতামূলকঃভ্রাম্যমান আদালত পরিচালনা অনুমোদন

তানজিনা পারভীন লীলাঃ

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও মোকাবেলায় মাস্ক পড়ার প্রতি গুরত্বরোপ করলেও এখনও মাস্ক পড়ার প্রতি সাধারন মানুষের  যথেষ্ঠ অনীহা চোখে পড়ার মতো। ইদুর বিড়াল খেলার মতো সরকারী অফিসগুলোতে যেখানে মাস্ক পড়া বাধ্যতামুলক শুধু সেসব জায়গাতে পকেট হতে বের করে মাস্ক পড়েন অনেকে আবার বাহিরে বের হয়ে পকেটে ঢুকিয়ে রাখেন। অনেকে মাস্ককে দাড়ি বানিয়ে রাখেন আবার অনেকে হাতে নিয়ে ঘোরেন।। আর বেশিরভাগ ব্যবহারই করেননা।বিশেষ করে গ্রামাঞ্চলে।  করোনার মহাবিস্তারের মধ্যেও গ্রামবাসীকে মাস্ক পড়ানো যায়নি।। চলমান এই মহামারীর মধ্যে ঘরের বাইরে এলে সবাইকে মাস্ক পরতে হবে। সবার মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অক্টোবর ১৯,২০২০ইং সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে এসব আলোচনা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইউরোপ-আমেরিকায় আবারও কোভিড-১৯ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সে জন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিয়েছেন, সবাই যাতে এ বিষয়ে সতর্ক থাকি, সবাই যেন মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহারে শিথিলতার বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি, তা হলে অটোমেটিক আমাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা কমে আসে। এ জন্য মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে, অনেকের মধ্যে একটু শিথিল ভাব দেখা যাচ্ছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার।  এ মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশের লাগছে বলে সতর্ক করা হলেও অনেকে মাস্ক ব্যবহারে উদাসীন।পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মসজিদ, জনসমাগম স্থল, উৎসবে কেউ যেন মাস্ক ছাড়া না যান, তা নিশ্চিত করা হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা আশা প্রকাশ করেছেন, সবাই সচেতন হয়ে মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তা হলে অটোমেটিক্যালি আমরা এটি থেকে একটু রিলিফ পাব। মন্ত্রিসভার নির্দেশনা হচ্ছে, সবাই যেন মাস্ক ব্যবহার করি।

মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনবোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মোবাইল কোর্ট ব্যবহারের নির্দেশনা কমিশনারদের দেয়া হয়েছে। যেভাবে যতটুকু সম্ভব মানুষকে সব জায়গায় রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স করে যদি করতে হয়, আইন প্রয়োগ করতে হলে আইনও প্রয়োগ করবে, অসুবিধা নেই। বিশেষজ্ঞরা বলছেন,দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অবশ্যই মাস্ক ব্যবহার জরুরী।  

ক্রাইম ডায়রি //জাতীয়