সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যগে সামাজিক অবক্ষয় ও মাদক বিরোধী শীর্ষক সভা

বর্তমানে সমাজে সততা, নিষ্ঠা,আর্দশ, মানবতা, মহানুভবতা, মূল্যবোধ,অধ্যাবসায় উঠে গেছে।  তাই আজ সামাজিক অবক্ষয় নিয়ে আমাদের কথা বলতে হয়।  

সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যগে সামাজিক অবক্ষয় ও মাদক বিরোধী শীর্ষক সভা
ছবি-ক্রাইম ডায়রি

শহিদুল ইসলাম খোকনঃ

সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যগে সামাজিক অবক্ষয় ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা ও জেলা উপজেলা প্রতিনিধিদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে ঢাকার দারুস সালাম আর্কেট গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন -প্রধান সৎসঙ্গ ফাউন্ডেশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন ভারতের সত্য লোক  আশ্রমের সেবাদাস দীপক গুহ দাশ। 
তিনি বলেন, সামাজিক অবক্ষয় বলতে সমাজের ক্ষতিকে বঝানো হয়। বর্তমানে সমাজে সততা, নিষ্ঠা,আর্দশ, মানবতা, মহানুভবতা, মূল্যবোধ,অধ্যাবসায় উঠে গেছে।  তাই আজ সামাজিক অবক্ষয় নিয়ে আমাদের কথা বলতে হয়।   মানুষ সামাজিক জীব। সামাজিক অবয়বকে কেন্দ্র করেই মানুষ বেড়ে ওঠে।
নিয়ম-নীতির বেড়াজালে আবদ্ধ থেকে হয়ে ওঠে আদর্শ মানুষ। তবে আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার নিয়ামক, বেশ কিছু গুণাগুণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ।  এই  গুণবলি না থাকার কারণেই মানুষ হয়ে ওঠে উচ্ছৃঙ্খল আর সমাজে সৃষ্টি হয় অরাজকতা।
তিনি আরো বলেন,  অন্যদিকে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধহীন মানুষ দেশ ও দশের শত্রু হিসেবে চিহ্নিত হয়। তাদের জন্য দেশ পিছিয়ে যায় অনেকটা পথ। নৈতিকতা, চার অক্ষরের এই শব্দটি মানবিক আদর্শের একটি বড় অংশ দখল করে আছে।
মাদক এমন একটি জিনিস  যে সেবন করে শুধু সেই ক্ষতি করে ঘর সমাজ ও জতি ধ্বংস করে। তাই মাদক বিরোধী সামাজিক আনন্দলোন জোরদার করতে হবে। সর্বোপোরি আমাদের আলোকিত মানুষ হতে হবে, তাহলেই সমাজ দেশ ও জাতি ভালো থাকবে।
সৎ সঙ্গ ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি হারুন -অর-রশীদের সভাপতিত্বে   যুগ্ন সাধারণ সম্পাদক রোটারিয়ান আলী আরশাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন- সৎ সঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৈনিক বাংলার জাগরন পত্রিকার সম্পাদক মহি উদ্দিন লিটন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মহিলা বিষয়ে সম্পাদক সেলিনা বেগম, বরিশাল জেলা সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মশিউন আলম পলাশ,  উজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম সর্দার।

ক্রাইম ডায়রি/ রাজধানী